পাটনি প্রথা কি ?
পাটনি প্রথা কি?
উত্তরঃ চিরস্থায়ী বন্দোবস্তের পর অনেক জমিদার নিজেদের জমিদারিকে ছোট ছোট অংশে ভাগ করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে অন্য লোকেদের বিক্রি করতে শুরু করেন। এই বিভক্ত জমিগুলিকে বলা হত পাটনি এবং ক্রেতাদের বলা হত পাটনিদার।
প্রথম পাটনি প্রথা চালু করেন বর্ধমানের জমিদার তেজচন্দ্র । এই পাটনি প্রথার ফলে জমির উৎপাদনের মান অনেক কমতে থাকে এবং নতুন মালিকরা প্রজাদের উপর অত্যাচার করতে থাকে।