টোডরমল কে ? টোডরমল কেন বিখ্যাত ছিলেন ?
টোডরমল কে? টোডরমল কেন বিখ্যাত?
টোডরমল কে ছিলেন?
উঃ টোডরমল ছিলেন সম্রাট আকবরের দেওয়ান বা রাজস্বমন্ত্রী। তিনি পূর্বে শেরশাহেরও রাজস্বমন্ত্রী ছিলেন।টোডরমল কেন বিখ্যাত?
উঃ টোডরমল আকবরের রাজস্বমন্ত্রী থাকাকালীন ১৫৮২ সালে জমি জরিপ করে জমির উৎপাদিকা শক্তি অনুসারে রাজস্ব সংগ্রহের বন্দোবস্ত স্থির করেন, যা ‘জাবতি প্রথা’ নামে পরিচিত ছিল। জমি জরিপের জন্য তিনি 'ইলাহিগজ’-এর প্রবর্তন করেন। এই জন্য তিনি বিখ্যাত।