বাংলাদেশের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, কৃষি ও শিল্প এবং বাংলাদেশ বিষয়ে প্রশ্ন উত্তর

বাংলাদেশের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, কৃষি ও শিল্প এবং বাংলাদেশ বিষয়ে প্রশ্ন উত্তর

বাংলাদেশের ভূপ্রকৃতি

উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের সামান্য পাহাড়ি অঞ্চল ব্যতীত বাংলাদেশের প্রায় সবটাই পদ্মা, মেঘনা, যমুনা নদীর পলিগঠিত সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলে তিনটি উচ্চভূমি আছে—বরেন্দ্রভূমি, মধুপুর উচ্চভূমিলালমাই পাহাড়
দক্ষিণ-পূর্বের পাহাড়ি অঞ্চলের মধ্যে ময়নামতী, সীতাকুণ্ডু, চন্দ্রনাথ, চট্টগ্রামে অবস্থিত কুকরাডাং বা ক্রোয়াক্রাডাং (1230 মি) এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবন জেলার রুমা উপজেলার সাইচল পর্বতসারিতে অবস্থিত তাজিংডং (পর্বতের উচ্চতা ১,২৮০ মিটার) এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। উপকূলের নিকট ভোলা, হাতিয়া, কুতুবদিয়া, মহিষখালি, সন্দীপ প্রভৃতি দ্বীপ অবস্থিত।

বাংলাদেশের নদনদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ। পদ্মা, যমুনা, মেঘনা প্রধান নদী। গঙ্গানদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং যমুনা ও মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে।
ব্রহ্মপুত্র নদ আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে ব্রহ্মপুত্রের মূল স্রোত যমুনার খাত দিয়ে প্রবাহিত হয়। যমুনা নদী গোয়ালন্দের নিকট পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশের অন্যান্য নদীর মধ্যে মেঘনা, মহানন্দা, টাঙ্গন, পুনর্ভবা, ভৈরব, গড়াই, আড়িয়াল খাঁ, বেতনা, কপোতাক্ষী, ভদ্রা, মধুমতী, শীতলক্ষা, বুড়িগঙ্গা প্রভৃতি উল্লেখযোগ্য।

বাংলাদেশের জলবায়ু

বাংলাদেশের জলবায়ু মৌসুমি প্রকৃতির। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 27°-30° সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 12°-15° সেলসিয়াস। মৌসুমি বায়ুর প্রভাবে অধিকাংশ বৃষ্টিপাত ঘটে। বার্ষিক গড় বৃষ্টিপাত 150°-250° সেমি। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি। গ্রীষ্মকালে কালবৈশাখীর প্রাদুর্ভাব ঘটে।

বাংলাদেশের কৃষি

বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। এই দেশের মোট জমির প্রায় 70% জমিতে কৃষিকাজ করা হয়ে থাকে। বাংলাদেশের প্রধান কৃষিজ ফসলগুলি হল ধান, পাট, তামাক, তুলো, চা, আলু, পান ইত্যাদি।
(a) ধান : এই দেশের প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল হল বরিশালময়মনসিংহ জেলা। এছাড়া দেশের প্রায় সর্বত্রই ধান উৎপাদিত হয়। ধান উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে।
(b) পাট : বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা জেলায় সবথেকে বেশি পাট পাওয়া যায়। বাংলাদেশ পাট উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
(c) তামাক : বাংলাদেশের দিনাজপুর ও রংপুর জেলায় তামাক চাষ করা হয়।
(d) চা : চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে চা চাষ করা হয়।
(e) কার্পাস, পান, আলু বাংলাদেশের প্রায় সব সমভূমি অঞ্চলেই চাষ করা হয়।

বাংলাদেশের শিল্পব্যবস্থা

বাংলাদেশে খনিজ ও শক্তি সম্পদের অভাবে তেমন কোনো বৃহদায়তন শিল্প গড়ে ওঠেনি। বাংলাদেশের সকল শিল্পই প্রধানত কৃষিভিত্তিক শিল্প। নানান কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।
(a) পাট শিল্প : বাংলাদেশের খুলনা, দৌলতপুর, চট্টগ্রাম, নারায়ণগড় ও ঢাকাতে পাট শিল্প কারখানাগুলি অবস্থান করছে। পাটজাত দ্রব্য উৎপাদনের বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে।
(b) চিনি শিল্প : আখ উৎপাদনের উপর ভিত্তি করে ঢাকা, রাজশাহি, দৌলতপুর, খুলনা ও যশোর জেলায় চিনি শিল্প গড়ে উঠেছে।
(c) চা শিল্প : বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে চা শিল্প গড়ে উঠেছে।
(d) কাগজ শিল্প : বাংলাদেশের খুলনা জেলার কাগজ শিল্প বেশ উন্নত।
(e) বাংলাদেশের ঢাকা জেলায় কাচ, দেশলাই শিল্প এবং শিলেট জেলায় সিমেন্ট শিল্প দেখা যায়।

বাংলাদেশ বিষয়ে প্রশ্ন উত্তর

1. বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
উঃ 16.17 কোটি (সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
2. বাংলাদেশের মোট আয়তন কত?
উঃ বাংলাদেশের মোট আয়তন 147,570 বর্গকিমি (ভূমি : 133,910 বর্গকিমি, জলজ : 10,090 বর্গকিমি)
3. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
উঃ 8,246 কিমি. (মায়ানমার : 193 কিমি., ভারত : 4,053 কিমি.) 
4. বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উঃ রাঙ্গামাটি ( আয়তন অনুযায়ী)
5. বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি?
উঃ মেঘনা
6. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উঃ সুন্দরবন
7. বাংলাদেশের বৃহত্তম হ্রদের নাম কি?
উঃ কাপ্তাই (মনুষ্যসৃষ্ট স্বাদুপানির হ্রদ)
8. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উঃ ভোলা (আয়তন 3403 বর্গ কিমি.)
9. বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি?
উঃ ঢাকা শহর
10. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ নারায়ণগঞ্জ
11. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
উঃ সেন্টমার্টিন।
12. বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
উঃ ময়মনসিংহ।
13. বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটি?
উঃ গোবরা নদী।
14. বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
উঃ বাগেরহাট।
15. বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি?
উঃ গোবরা নদী।
16. বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর কোনটি?
উঃ বুরবুক হাওর।
17. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উঃ তাজিংডং (বিজয়)
18. বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?
উঃ সংবিধান
19. বাংলাদেশের কয়টি জেলা?
উঃ 64 জেলা
20. বাংলাদেশের কয়টি রাজ্য?
উঃ বাংলাদেশের রাজ্য নেই, তবে বাংলাদেশের 8টি বিভাগ রয়েছে।
21. বাংলাদেশের কয়টি বিভাগ?
উঃ 8টি বিভাগ।
22. বাংলাদেশের কয়টি জেলায় রেলপথ আছে?
উঃ 44 টি জেলায়।
23. বাংলাদেশের কয়টি উপজেলা?
উঃ 492 টি।
24. বাংলাদেশের কয়টি জেলায় রেলপথ নেই?
উঃ 20 টি
25. বাংলাদেশের জলবায়ুর নাম কি?
উঃ মৌসুমি প্রকৃতির।
26. বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাত কত?
উঃ বার্ষিক গড় বৃষ্টিপাত 150°-250° সেমি
27. বাংলাদেশ কবে স্বাধীনতা দিবস পালন করা হয়?
উঃ 26 মার্চ
28. বাংলাদেশের ধানের ভান্ডার কাকে বলে?
উঃ ময়মনসিংহ ও বাখরগঞ্জ অঞ্চলকে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url