মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী ও মহাত্মা গান্ধী বিষয়ে প্রশ্ন উত্তর
সাল অনুযায়ী মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী
🔸1869, 2 অক্টোবর: মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী গুজরাটের পোরবন্দরে হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন করমচাঁদ গান্ধী ও মাতা পুতলি বাই।
🔸1883: মহাত্মা গান্ধী মাত্র 13 বছর বয়সে তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখাঞ্জীকে (যিনি কাস্তুবাই নামেও পরিচিত) বিয়ে করেন। গান্ধীজীর চার পুত্র সন্তান ছিল, যাদের নাম হরিলাল গান্ধী, (জন্ম 1888) মনিলাল গান্ধী, (জন্ম 1892) রামদাস গান্ধী (জন্ম 1897) এবং দেবদাস গান্ধী (জন্ম 1900)।
🔸1888 সালের 4ঠা সেপ্টেম্বর: 18 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান।
🔸1891: ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফেরেন।
🔸1893: আইন ব্যবসার জন্য তিনি দক্ষিণ আফ্রিকার নাটালে যান। সেখানে বর্ণবৈষম্যের কারণে ও প্রবাসী ভারতীয়দের সংঘবদ্ধ করে সম্পূর্ণ অহিংস পথে আন্দোলনের সূচনা করেন।
🔸1906: 11 সেপ্টেম্বর প্রথম আন্দোলন শুরু করেন, নাম ‘সত্যাগ্রহ'। এর মূলভিত্তি সত্য ও অহিংসা। তাঁর মতে সত্যাগ্রহ হল ‘আত্মার শান্তি’।
🔸1908: জানুয়ারি মাসে সত্যাগ্রহের জন্য তাঁর প্রথম জেল হয়।
🔸1909: ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় যাবার সময় জাহাজে 'হিন্দ স্বরাজ' বইটি লেখেন।
🔸1910: জোহানেসবার্গে একটি আশ্রম গড়ে তোলেন যার নাম ছিল টলস্টয় ফার্ম।
🔸1915, 9 জানুয়ারি: দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যার্পণ। তাঁর রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। যুদ্ধকালীন অবস্থায় তিনি বিনা শর্তে ইংরেজ সরকারকে নানাভাবে সাহায্য করেন। তার জন্য সরকার তাঁকে 'কাইজার-ই-হিন্দ' স্বর্ণপদক প্রদান করে। আহমেদাবাদে সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করেন।
🔸1916: গুজরাটে সবরমতী আশ্রমের প্রতিষ্ঠা।
🔸1917: নীলকর সাহেবদের অত্যাচারে চাষিদের দুর্দশা চরমে উঠলে বিহারে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেন। এর ফলে নীলচাষ প্রত্যাহৃত হয়।
🔸1918: আজম্মার কারণে গুজরাটের খেড়া জেলার আন্দোলন। চাষিদের দুর্দশাতেও সরকার রাজস্ব আদায়ের জন্য তাদের ওপর নানাভাবে অত্যাচার করতে থাকে। গান্ধিজি প্রজাদের কর না দেওয়ার আহ্বান জানান এবং সত্যাগ্রহ আন্দোলন করেন। আমেদাবাদে বস্ত্র কারখানায় শ্রমিক ধর্মঘটে নেতৃত্ব দেন। মিল-মজুররা 50 শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানালে মালিকপক্ষ 20 শতাংশ বাড়াতে রাজি হয়। গান্ধিজি শ্রমিকদের অহিংস ধর্মঘটের পরামর্শ দেন এবং তাদের সমর্থনে তিনি অনশন শুরু করেন। এটিই তাঁর প্রথম অনশন। আন্দোলনের চতুর্থ দিনে মালিকপক্ষ শ্রমিকদের বেতন 35 শতাংশ বৃদ্ধি করতে বাধ্য হন।
🔸1919, 30 মাৰ্চ: রাওলাট বিলের বিরুদ্ধে প্রথম সর্বভারতীয় সত্যাগ্রহ। ‘ইয়ং ইন্ডিয়া' ও ‘নবজীবন’ পত্রিকার সম্পাদক হন।
🔸1920, 1 আগস্ট: অসহযোগ আন্দোলন (ইংরেজ সরকারের দেওয়া ‘কাইজার-ই-হিন্দ' পদক ফিরিয়ে দিয়ে আন্দোলনের সূচনা করেন)। সর্বভারতীয় হোমরুল লিগের সভাপতি নির্বাচিত হন।
🔸1922: চৌরিচৌরা’র ঘটনায় মর্মাহত গান্ধিজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার এবং রাজদ্রোহের অপরাধে ছয় বছরের কারাদন্ড।
🔸1924: হিন্দু-মুসলমান দাঙ্গার প্রতিবাদে 21 দিনের অনশন করেন।
🔸1930, 12 মার্চ: আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন।
🔸1930, 6 এপ্রিল: গুজরাটের ডান্ডিতে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন।
🔸1931, 5 মাৰ্চ: গান্ধি-আরউইন দ্বিতীয় গোলটেবিল বৈঠক চুক্তি সাক্ষরিত।
🔸1936: ওয়ার্ধার সেগাঁওতে সেবাগ্রাম আশ্রম প্রতিষ্ঠা করেন।
🔸1942, 9 আগস্ট: ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্বদান। এই আন্দোলনের মূলকথা ছিল ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে'।
🔸1948, 30 জানুয়ারি: নাথুরাম গডসে ও নারায়ণ আপ্তে দ্বারা গান্ধিজিকে গুলি করে হত্যা করা হয়। তখন তাঁর বয়স 78 বছর।
🔸1949 সালের 14 নভেম্বর: নাথুরাম গডসে ও নারায়ণ আপ্তেকে গান্ধীজিকে হত্যার জন্য ফাঁসি দেয়া হয়।
🔸গান্ধীজীর স্মৃতিসৌধ: নতুন দিল্লির রাজঘাটের গান্ধীজীর স্মৃতিসৌধে আছে।
🔸 গান্ধীজীর শেষ কথা: "হে রাম"
মহাত্মা গান্ধী বিষয়ে প্রশ্ন উত্তর
1. মহাত্মা গান্ধীর পুরো নাম কি?
উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী।
2. মহাত্মা গান্ধীর পিতার নাম কি?
উঃ করমচাঁদ গান্ধী।
3. মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি?
উঃ কস্তুরবা মাখাঞ্জী বা কাস্তুবাই।
4. মহাত্মা গান্ধীর সন্তান কটি ছিল?
উঃ 4 টি
5. মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি?
উঃ My experiments with truth
6. মহাত্মা গান্ধীর জন্মস্থান কোথায়?
উঃ 1869 সালে 2 অক্টোবর মহাত্মা গান্ধী গুজরাটের পোরবন্দরে হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেন।
7. মহাত্মা গান্ধীকে জাতির জনক কে বলেন?
উঃ নেতাজি সুভাষ চন্দ্র বসু।
8. মহাত্মা গান্ধীজিকে কে হত্যা করেন?
উঃ নাথুরাম গডসে ও নারায়ণ আপ্তেকে
9. মহাত্মা গান্ধীর শেষ কথা কি ছিল?
উঃ হে রাম
10. গান্ধীকে মহাত্মা উপাধি প্রদান করেন কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
11. মহাত্মা গান্ধী কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উঃমহাত্মা গান্ধী 'ইয়ং ইন্ডিয়া' ও ‘নবজীবন’ পত্রিকার সম্পাদক ছিলেন।
12. কাইজার ই হিন্দ কাকে বলা হত?
উঃ মহাত্মা গান্ধীকে
13. ব্রিটিশরা গান্ধীজিকে কি উপাধি দিয়েছিলেন?
উঃ কাইজার ই হিন্দ।
14. বাপুজি নামে কে পরিচিত?
উঃ মহাত্মা গান্ধীজি
15. হরিজন সভা কে গঠন করেন?
উঃ মহাত্মা গান্ধী
16. মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি?
উঃ গোপালকৃষ্ণ গোখলে।
17. অর্ধনগ্ন ফকির কাকে বলা হয়?
উঃ গান্ধীজিকে
18. মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন?
উঃ 1915 সালের 9ই জানুয়ারি।
19. মহাত্মা গান্ধীর লেখা বই এর নাম কি?
উঃ My experiments with truth
20. গান্ধীজী দক্ষিণ আফ্রিকায় যে অশ্রম গড়ে তোলেন তার নাম কি ছিল?
উঃ টলস্টয় ফার্ম।
21. মহাত্মা গান্ধীর মাতার নাম কি ছিল?
উঃ পুতলি বাই
22. সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন?
উঃ মহাত্মা গান্ধী