আদম সেতু কী? আদম সেতু কোথায় অবস্থিত?
আদম সেতু কী?
উত্তর : ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত ধনুষকোটি বন্দর থেকে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম প্রান্তে তালাইমান্নার পর্যন্ত বিস্তৃত ভারত মহাসাগরের অগভীর অংশে সারি সারি বিস্তৃত বালুচর ও পাথর খণ্ড ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি প্রাকৃতিক সেতুর মতো অবস্থান করছে, একেই আদম সেতু বলা হয়।
আদম সেতু কোথায় অবস্থিত?
উঃ ভারতের শ্রীলংকার মাঝে ভারত মহাসাগরের অগভীর অংশে এই সেতুর অবস্থান।