বানান শুদ্ধভাবে লেখা দরকার কেন ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
বানান শুদ্ধভাবে লেখা দরকার কেন ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
উত্তরঃ সব ভাষারই শব্দের যথার্থ বানানের উপর ভাব ও অর্থ প্রকাশ এবং ভাষার সৌন্দর্য নির্ভর করে।
স্বাভাবিকভাবে বাংলা ভাষার শব্দের যথার্থ বানান জানা একান্তই প্রয়োজন। তবে বাংলা ভাষার একটি সমস্যা আছে তা হল তৎসম শব্দ ও অতৎসম শব্দের মিশ্রণ। তাই আরো বিস্তৃতভাবে বাংলা বানান জানার প্রয়োজন হয়।
যেমন—‘ব্যাথা’ কথার দ্বারা ‘ব্যথা’ বোঝানো গেলেও—লেখার সময় ‘ব্যাথা’ লিখলে লেখাটি অর্থহীন হয়ে যায়। কারণ ‘ব্যাথা' কথাটি অর্থহীন।