সাধু দালাল কাকে কেন বলা হয়?
কাকে সাধু দালাল বলা হত কেন?
উঃ জার্মানির চান্সেলার বিসমার্ককে ‘সাধু দালাল' বলা হত। বিসমার্ককে সাধু দালাল বলা হয় কারণ বার্লিন-কংগ্রেসে (১৮৭৮ খ্রি.) বিসমার্ক এর ভূমিকার জন্য তাঁকে এইরূপ আখ্যা দেওয়া হয়েছে। এখানে পরস্পর-বিরোধী অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড প্রভৃতি রাষ্ট্রের সমাবেশ ঘটেছিল। কিন্তু এই সম্মেলনের সভাপতি হিসেবে বিসমার্ককে এমন ভূমিকা পালন করতে হয়েছিল যাতে কোনো রাষ্ট্রই জার্মানির প্রতি রুষ্ট না হয়, আবার প্রত্যেকেই যেন অনুভব করতে পারে যে বিসমার্ক কেবল তারই মিত্র।