সেরাজেভো হত্যাকাণ্ড কি? বা সেরাজেভো হত্যাকান্ডের ঐতিহাসিক গুরুত্ব কি?

সেরাজেভো হত্যাকাণ্ড কি?
অথবা
সেরাজেভো হত্যাকান্ডের ঐতিহাসিক গুরুত্ব কি?
উ: অস্ট্রিয়া সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী যুবরাজ ফ্রানজ ফার্ডিনান্ডের হত্যাকান্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এই হত্যাকান্ড সার্বিয়ার বনসিয়া প্রদেশের রাজধানী সেরাজেভো শহরে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন সংঘটিত হয়। অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে রাশিয়া সার্বিয়াকে সমর্থন করে। এর ফলে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই ভাবে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url