জাঙ্গল উদ্ভিদ কাকে বলে বা জেরোফাইট উদ্ভিদ কাকে বলে এবং জাঙ্গল উদ্ভিদ উদাহরণ
জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট (Xerophyte) কাকে বলে?
উত্তরঃ যে সব উদ্ভিদ শুষ্ক (অর্থাৎ যেখানে জলের পরিমাণ খুব কম) পরিবেশে জন্মায় তাদের জাঙ্গল উদ্ভিদ বলে। মরুভূমি অঞ্চলের উদ্ভিদদের সাধারণত জাঙ্গল উদ্ভিদ বলা হয়।
জঙ্গল উদ্ভিদ উদাহরণ
ফণিমনসা, বাবলা ইত্যাদি এই জাতীয় উদ্ভিদ।