অষ্টপ্রধান কি
অষ্টপ্রধান
অষ্টপ্রধান কি?
উঃ শিবাজীর শাসনব্যবস্থা স্বেরাচারী থাকা সত্ত্বেও তিনি শাসনকার্যের প্রতিটি ক্ষেত্রে অষ্টপ্রধান এর পরামর্শ গ্রহন করতেন। এই অষ্টপ্রধান হলেন—
(1) পেশোয়া, (2) অমাত্য, (3) মন্ত্রী, (4) সচিব, (5) সামন্ত, (6) সেনাপতি, (7) পন্ডিতরা, (8) ন্যায়াধীশ। পেশায়া ছিলেন প্রধানমন্ত্রী ও ন্যায়াধীশ ছিলেন বিচার বিভাগের প্রধান। এই অষ্টপ্রধান বা মন্ত্রীরা রাজ্যের ভিন্ন ভিন্ন বিষয় পরিচালনা করতেন।