ভারতের জাতীয় পতাকা উত্তোলনের নিয়মাবলী ও উত্তোলনের ইতিহাস এবং পতাকা বিষয়ে প্রশ্ন উত্তর
ভারতের জাতীয় পতাকা
জাতীয় পতাকা উত্তোলনের নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়ম গুলি হল-(১) পতাকার উপরিভাগ অর্থাৎ গেরুয়া অংশ ভূমি স্পর্শ না করে বা উপরিভাগের গেরুয়া রং নিচের দিকে না হয়। পতাকার সবুজ অংশ নিচের দিকে থাকবে।
(২) পতাকাটি সর্বদা অন্য পতাকা থেকে উর্ধ্বে উত্তোলিত থাকবে (একমাত্র রাষ্ট্রপুঞ্জের পতাকা বা অন্য দেশের পতাকার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না)
(৩) মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রেখে দিনে ও রাত্রিতে প্রতিদিন জাতীয় পতাকা ওড়াতে পারবেন। জাতীয় পতাকা রাত্রিতে উড়াতে গেলে ১০০ ফুট বা তার চেয়ে বেশি উঁচু খুটিতে পতাকা লাগাতে হবে এবং দূর থেকে যেন দেখা যায় তার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।
(৪) পতাকাটি উত্তোলনের সময় কখনও যেন কোনোপ্রকারে নষ্ট না হয়ে যায়।
(৫) পাতাকা গাড়ির গায়ে না লাগানো হয়।
(৬) শবাচ্ছাদন বস্ত্র হিসেবে ব্যবহৃত না হয়।
(৭) এটির প্রতিরূপ কখনও কোনো বস্ত্রে, রুমালে বা আসনে ছাপানো না হয়।
ভারতের জাতীয় পতাকা উত্তোলনের ইতিহাস
পূর্বে সাধারণ জনগণ জাতীয় ছুটি ছাড়া অন্যদিনে ভারতের জাতীয় পতাকা সর্বসাধারণের মাঝে ওড়াতে পারতেন না। কিন্তু কেন্দ্রীয় সরকার গঠিত ক্যাবিনেট কমিটি একটি রায়দানে বলেন—২০০২ সালের ২৬ জানুয়ারি থেকে ভারতের সাধারণ জনগণ জাতীয় পতাকার আইন মেনে ও জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রেখে প্রতিদিন জাতীয় পতাকা ওড়াতে পারবেন। (কংগ্রেস সাংসদ নবীন জিন্দলের আবেদনের ভিত্তিতে)।
২২ ডিসেম্বর ২০০৯ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও একটি সিদ্ধান্ত নেয় যে রাতেও জাতীয় পতাকা ওড়ানো যাবে। তবে সেক্ষেত্রে ১০০ ফুট বা তার চেয়ে বেশি উঁচু খুটিতে পতাকা লাগাতে হবে এবং দূর থেকে যেন দেখা যায় তার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।
ভারতের জাতীয় পতাকা বিষয়ে প্রশ্ন উত্তর
১) ভারতের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
উঃ ১৯০৬ খ্রিস্টাব্দের ৭ আগস্ট কলকাতার পার্সিবাগানে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়।
২) জাতীয় পতাকার নকশা কে করেন?
উঃ ভারতের জাতীয় পতাকার নকশা করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া।
৩) কোন ভারতীয় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন?
উঃ ১৯০৬ খ্রিস্টাব্দের ৭ আগস্ট কলকাতার পার্সিবাগানে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয় এই পতাকা উত্তোলোন করেন শচীন্দ্রপ্রসাদ বসু।
৪) ভারতের জাতীয় পতাকা কে তৈরি করেন?
উঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া।
৫) ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ কত?
উঃ ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ৩:২
৬) জাতীয় পতাকা কিসের প্রতীক?
উঃ ভারতের জাতীয় পতাকা স্বাধীনতা ঐক্য ও মর্যাদার প্রতীক।
৭) জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উঃ শচীন্দ্রপ্রসাদ বসু।
৮) জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক?
উঃ ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং - ত্যাগ ও সেবা প্রতীক।
৯) জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক?
উঃ ভারতের জাতীয় পতাকার সবুজ রং- তারুণ্য ও কর্মশক্তির প্রতীক।
১০) জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক?
উঃ ভারতের জাতীয় পতাকার সাদা রং - শান্তি ও পবিত্রতার প্রতীক।
১১) ভারতের জাতীয় প্রতীক কোনটি?
উঃ ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ।
১১) অশোক চক্র কি?
উঃ উত্তর দেখতে ক্লিক করুন
আরো -