ভর ও ভার কাকে বলে? ভর ও ভারের পার্থক্য বা ভর ও ওজনের পার্থক্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
ভর ও ভার বা ওজন
ভর
ভর কাকে বলে?
কোন বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে।
যেমন- একটি বাটখারাতে মোট যে পরিমাণ লোহা থাকে তাই বাটখারাটির ভর।
ভরের রাশি
ভরের মান আছে কিন্তু অভিমুখ নেই। তাই ভর একটি স্কেলার রাশি।
ভর পরিমাপ
সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়।
ভরের মাত্রা ও একক
ভরকে ইংরেজিতে Mass বলে। সেজন্য বস্তুর ভর কে M দ্বারা প্রকাশ করা হয়।
এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম এবং সি.জি.এস পদ্ধতিতে ভরের একক গ্রাম।
ভরের নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণ সূত্র
পদার্থের ভর অবিনাশী। একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। যে কোন ভৌত বা রাসায়নিক পরিবর্তনে পদার্থের রূপান্তর ঘটে মাত্র, পরিবর্তনের আগে ও পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে এই বিশ্বে মোট ভরের পরিমাণ ধ্রুবক।
ভার বা ওজন
ভার কাকে বলে?
কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ওজন বা ভার বলে।
ভারের রাশি
বস্তুর ভারের মান ও অভিমুখ দুই আছে সুতরাং ভার ভেক্টর রাশি।
ভার পরিমাপ
স্প্রিং তুলার যন্ত্রের সাহায্যে বস্তুর ভার মাপা হয়।
ভার বা ওজনের মান
কোন বস্তুর ভর m , অভিকর্ষজ ত্বরণ g হলে বস্তুর ওজন হবে W= mg অর্থাৎ
বস্তুর ভার বা ওজন= বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ
ভারের একক
এসআই পদ্ধতিতে ওজনের পরম একক নিউটন এবং অভিকর্ষীয় একক কিলোগ্রাম-ভার। সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক ডাইন এবং অভিকর্ষীয় একক গ্রাম-ভার।
ভর ও ভারের পার্থক্য বা ভর ও ওজনের পার্থক্য
ভর | ভার বা ওজন |
---|---|
(i) কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলে। |
(i) কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে। |
(ii) বস্তুর ভরের শুধু মান আছে অভিমুখ নেই, সুতরাং ভর স্কেলার রাশি। |
(ii) বস্তুর ভারের মান ও অভিমুখ দুই আছে, সুতরাং ভার ভেক্টর রাশি। |
(iii) বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না। | (iii) বস্তুর ভার শূন্য হতে পারে। |
(iv) বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। | (iv) অভিকর্ষজ ত্বরণ (g)-এর মানের পরিবর্তন হলে বস্তুর ও ভার পরিবর্তন হয়। |
(v) সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপ হয়। | (v) স্প্রিং তুলা দ্বারা বস্তুর ভার মাপা হয়। |
(vi) এস. আই ও সিজিএস পদ্ধতিতে ভরের পরম একক যথাক্রমে কিলোগ্রাম ও গ্রাম। |
(vi) এস আই ও সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক যথাক্রমে নিউটন ও ডাইন। |
গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
1. ভর এর একক কি?
উঃ এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম এবং সি.জি.এস পদ্ধতিতে ভরের একক গ্রাম।
2. ভর কি রাশি?
উঃ ভর স্কেলার রাশি।
3. ভর পরিমাপের সবচেয়ে বড় একক কি?
উঃ কিলোগ্রাম বা কেজি।
4. জলের ভর 1 কেজি হলে তার ওজন কত হবে?
উঃ জলের ভর(m)= 1 কেজি
আমরা জানি, বস্তুর ওজন(w)= ভর(m) × অভিকর্ষজ ত্বরণ(g)
পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড²
অতএব, জলের ওজন হবে= 1 কেজি× 9.8 মিটার/সেকেন্ড²
= 9.8 কেজি-মিটার/সেকেন্ড²
= 9.8 নিউটন।
5. ভর এর সূত্র কি?
উঃ ভরের নিত্যতা বা সংরক্ষণ সূত্র টি উপরে দেওয়া রয়েছে। এটিই ভরের সূত্র।
6. ভর ও শক্তির সম্পর্ক কি?
উঃ ভর ও শক্তির সম্পর্কটি হল E= mc²
যেখানে, E= Energy বা শক্তি
m= mass বা বস্তুর ভর
c= শূন্যের মাধ্যমে আলোর বেগ।
7. চাঁদে একটি বস্তুর ওজন ২০ নিউটন।পৃথিবীতে এর ওজন কত?
উঃ আমরা জানি, চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের প্রায় ⅙ ভাগ, ফলে কোন বস্তুকে চাঁদে নিয়ে গেলে ওই স্থানে বস্তুর ওজন পৃথিবীতে বস্তুটির ওজনের প্রায় 6 ভাগের 1 ভাগ হয়।
অতএব, চাঁদে একটি বস্তুর ওজন 20 নিউটন হলে
পৃথিবীতে এর ওজন হবে = 20 নিউটন × 6
= 120 নিউটন।
8. পৃথিবীর ওজন কত?
উঃ পৃথিবীর ওজন সঠিকভাবে বলা সম্ভব নয়।
তবে, পৃথিবীর ভর 5.972 × 10²⁴ kg
9. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
উঃ পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন বা ভার শূন্য হয়।
10. চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উঃ চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের ⅙ গুণ।
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান = 9.8 মিটার/ সেকেন্ড ².
অতএব, চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান 9.8×⅙ মিটার/ সেকেন্ড ²= 1.6 মিটার/ সেকেন্ড ²।
11. ভর ও ওজনের সম্পর্ক কি?
উঃ ভর ও ওজনের সম্পর্ক হল বস্তুর ওজন(w)= ভর(m) × অভিকর্ষজ ত্বরণ(g)
12. বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
উঃ বস্তুর ভার স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়।
13. ভার অর্থ কি?
উঃ ভার অর্থ ওজন।
14. ভার মৌলিক না লব্ধ একক?
উঃ লব্ধ একক
15. ভারের একক কি?
উঃ এসআই পদ্ধতিতে ভরের একক নিউটন।
সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক ডাইন।
16. ওজন কাকে বলে?
উঃ কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ওজন বা ভার বলে।
17. ওজন এর একক কি?
উঃ এসআই পদ্ধতিতে ওজনের পরম একক নিউটন।
18. ভর ও ভারের মধ্যে সম্পর্ক কি?
উঃ ভর ও ভারের মধ্যে সম্পর্ক হল ভর ও ওজনের সম্পর্ক হল বস্তুর ভার বা ওজন(w)= ভর(m) × অভিকর্ষজ ত্বরণ(g)
19. একটি বস্তুর ভর ৫০ কেজি। এর ওজন কত?
উঃ বস্তুর ভর ৫০ কেজি
আমরা জানি, বস্তুর ওজন= ভর × অভিকর্ষজ ত্বরণ
বস্তুর ওজন= ৫০ কেজি × ৯.৮ মিটার/সেকেন্ড²
বস্তুর ওজন= ৪৯০ নিউটন।
20. চাঁদে বস্তুর ওজন কত হবে নির্ণয় কর?
উঃ আমরা জানি, বস্তুর ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ
পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড²
চাঁদে অভিকর্ষ ত্বরণের মান 1.6 মিটার/সেকেন্ড² ।
ধরা যাক, কোন বস্তুর ভর 10 কেজি হলে ওই বস্তুর চাঁদে ওজন হবে = 10 কেজি×1.6 মিটার/সেকেন্ড²
= 16 নিউটন।
21. পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন 49 নিউটন হলে তার ভর কত?
উঃ বস্তুর ভর পরিবর্তন হয়না।
পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর যত থাকবে চাঁদেও তার ভর তত হবে।
22. ৬০ কেজি ভরবিশিষ্ট ব্যক্তির ওজন চাঁদে কত হবে?
উঃ ভর ৬০ কেজি
চাঁদে ব্যক্তির ওজন হবে= ভর × অভিকর্ষজ ত্বরণ
চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ১/৬ গুণ
অর্থাৎ চাঁদের অভিকর্ষ ত্বরণের মান = ৯.৮×১/৬ মিটার/সেকেন্ড²
চাঁদের অভিকর্ষ ত্বরণের মান = ১.৬৩৩ মিটার/সেকেন্ড²
৬০ কেজি ভরবিশিষ্ট ব্যক্তির ওজন চাঁদে হবে ৬০× ৯.৮×১/৬ মিটার/সেকেন্ড² = ৯৮ নিউটন।
23. ওজন নির্ণয়ের সূত্র কি?
উঃ বস্তুর ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ
24. কোন বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন কত হবে?
উঃ বস্তুর ভর ১০ কেজি, অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮ মিটার/সেকেন্ড²
বস্তুর ওজন= ভর × অভিকর্ষজ ত্বরণ
বস্তুর ওজন= ১০কেজি × ৯.৮ মিটার/সেকেন্ড²
বস্তুর ওজন= ৯৮ নিউটন।
25. ২.৫ কেজি ভরের কোন বস্তুর ওজন কত?
উঃ ভর ২.৫ কেজি
আমরা জানি, বস্তুর ওজন= ভর × অভিকর্ষজ ত্বরণ
বস্তুর ওজন= ২.৫ কেজি × ৯.৮ মিটার/সেকেন্ড²
বস্তুর ওজন= ২৪.৫ নিউটন।
26. কোন বস্তুর ভর পৃথিবীতে ৩২ কেজি হলে উক্ত বস্তুর ওজন কত?
উঃ বস্তুর ভর ৩২ কেজি।
আমরা জানি, বস্তুর ওজন= ভর × অভিকর্ষজ ত্বরণ
বস্তুর ওজন= ভর × অভিকর্ষজ ত্বরণ
বস্তুর ওজন= ৩২ কেজি × ৯.৮ মিটার/সেকেন্ড²
বস্তুর ওজন= ৩১৩.৬ নিউটন।
27. পৃথিবীতে কোনো বস্তুর ওজন 20n হলে চাঁদে কত হবে?
উঃ পৃথিবীতে বস্তুর ওজন 20n
চাঁদে হবে 20×⅙ নিউটন
চাঁদে হবে 3.33 নিউটন।
28. চাঁদে একটি বস্তুর ওজন ২০ নিউটন।পৃথিবীতে এর ওজন কত হবে?
উঃ চাঁদে একটি বস্তুর ওজন ২০ নিউটন।
পৃথিবীতে এর ওজন হবে ২০×৬ = ১২০ নিউটন।
29. এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষন করে?
উঃ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন পরিমাণ বল দিয়ে আকর্ষন করে।
30. ভার এর সমার্থক শব্দ কি?
উঃ ভার এর সমার্থক শব্দ ওজন।
31. ভর ও ভারের মধ্যে তিনটি পার্থক্য লেখ।
উঃ ভর ও ভারের মধ্যে পার্থক্য ওপরে দেওয়া রয়েছে।
আরো পড়ুন -