ভরা কোটাল কাকে বলে? কিভাবে ভরা কোটাল ও মরা কোটাল হয় চিত্রসহ ব্যাখ্যা কর।
ভরা কোটাল কাকে বলে? কিভাবে ভরা কোটাল ও মরা কোটাল হয় চিত্রসহ ব্যাখ্যা কর।
উত্তরঃ অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীর উপর একই জায়গায় প্রবল জোয়ার হয়। এই জোয়ারকে ভরা কটাল বলে।
কীভাবে ভরা কটাল ও মরা কোটাল স্পষ্ট হয় চিত্রসহ বর্ণনা করো।
উত্তরঃ জোয়ার-ভাঁটা বিভিন্ন তিথিতে বিভিন্ন রকমের হয়।
অমাবস্যার জোয়ার-ভাটা:
অমাবস্যার দিন চাঁদ, পৃথিবী ও সূর্য এক সরলরেখায় থাকে এবং চাঁদ, পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। এর ফলে অমাবস্যা তিথিতে পৃথিবীর একই জায়গায় চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পড়ে। ফলে এখানে আকর্ষণ বল প্রবল হয়। সূর্য ও চাঁদের অমাবস্যায় ভরা কটাল মিলিত আকর্ষণে ওই জায়গায় যে জোয়ার হয় তাতে জলস্ফীতি প্রবল হয়। এই জোয়ারকে অমাবস্যার ভরা কটাল বলে।
পূর্ণিমার জোয়ার :
পূর্ণিমা তিথিতে সূর্য, পৃথিবী, চাঁদ এক সরলরেখায় আসে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে। ফলে চাঁদের আকর্ষণে পৃথিবীর যে জায়গায় মুখ্য জোয়ার তার বিপরীত দিকে গৌণ জোয়ার হয়। চাঁদের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ার হয়। সূর্যের আকর্ষণে সেই জায়গায় গৌণ জোয়ার হয়। ফলে এই জোয়ারের জলস্ফীতি প্রবল হয়। একে পূর্ণমার মরা কটাল বলে।
আরো পড়ুন -
1. জোয়ার ভাটা কাকে বলে? জোয়ার ভাটার কারণ ও ফলাফল
2. সমুদ্রস্রোত কাকে বলে? সমুদ্র স্রোতের উৎপত্তির কারণ গুলি কি কি?
3. বান ডাকা বলতে কী বোঝো?
খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট
Very informative post