শিবাজী উৎসব কি?
শিবাজী উৎসব
শিবাজী উৎসব কি?
উঃ 1895 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক রায়গড়ে শিবাজীর স্মৃতিসৌধের শোচনীয় অবস্থাকে উপলক্ষ্য করে শিবাজী উৎসব সূচনা করেন। শিবাজীর বীরত্ব, চারিত্রিক দৃঢ়তা ও দেশপ্রেমকে উপজীব্য করে মহারাষ্ট্র তথা দেশবাসীর মধ্যে সংগ্রামশীল জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে শিবাজী উৎসব চালু করা হয়।
শিবাজী সম্পর্কে প্রশ্ন উত্তর
1. শিবাজী উৎসব কার নেতৃত্বে চালু হয়েছিল?
উঃ বালগঙ্গাধর তিলক
2. শিবাজীর ঘোড়ার নাম কি?
উঃ ছত্রপতি শিবাজী 50 বছরে সাতটি ঘোড়া ব্যবহার করেছেন। ঘোড়াগুলির নাম হল মতি, বিশ্বাস, গাজরা, রানবির, কৃষ্ণা, তুরাঙ্গী, ইন্দ্রানী।
3. শিবাজী উৎসব কে চালু করেন?
উঃ বাল গঙ্গাধর তিলক
4. শিবাজী উৎসব কোথায় চালু হয়?
উঃ মহারাষ্ট্রে
5. শিবাজীর অস্ত্রের নাম কি?
উঃ ভবানী
6. শিবাজীর উপাধি কি ছিল?
উঃ ছত্রপতি।
7. শিবাজী উৎসব কে প্রবর্তন করেন?
উঃ বালগঙ্গাধর তিলক
8. শিবাজীর বাবার নাম কি?
উঃ শাহজি ভোসলে।