দ্বি অভিযোজন কি? দ্বি অভিযোজন উদাহরণ
দ্বি অভিযোজন কি?
আলাদা আলাদা পরিবেশে বসবাস করার জন্য যেসব উদ্ভিদ ও প্রাণীদের দেহে দুই রকম অভিযোজন দেখা যায় বলে এই রকম অভিযোজন কে দ্বি অভিযোজন বলে। যেমন-
পানিফল, তিরকুট প্রভৃতি উদ্ভিদ এবং ব্যাঙ, পাখী প্রভৃতি প্রাণীদের দু'রকম অভিযোজন দেখা যায়। এইরকম অভিযোজনকে দ্বি অভিযোজন বলে।
পানিফল, তিরকুট ইত্যাদি উদ্ভিদের দেহের কিছু অংশ নিমজ্জিত এবং কিছু অংশ বায়ব। তাই এদের উভচর (জলজ ও স্থলজ) অভিযোজন দেখা যায়।
ব্যাঙ জলে থাকার জন্য এদের লিপ্তপদ আছে আবার স্থলে থাকার জন্য ফুসফুস আছে। তাই ব্যাঙের উভচর অভিযোজন লক্ষ্য করা যায়। পাখীদের আকাশে ওড়ার জন্য বায়ব অভিযোজন, আবার মাটিতে হাঁটা চলার জন্য ও গাছের ডালে বসার জন্য পায়ের বিশেষ অভিযোজন দেখা যায়।
দ্বি অভিযোজন উদাহরণ
পানিফল, তিরকুট প্রভৃতি উদ্ভিদ এবং ব্যাঙ, পাখী প্রভৃতি প্রাণীদের দ্বি অভিযোজন দেখা যায়।