পতনশীল বস্তুর সূত্র গুলি লেখ ও গিনি পালক পরীক্ষা বর্ণনা করো

পতনশীল বস্তুর সূত্র গুলি লেখ ও গিনি পালক পরীক্ষা বর্ণনা করো

পতনশীল বস্তুর সূত্র গুলি লেখ।

উত্তরঃ পতনশীল বস্তুর সূত্রগুলি হল-
পতনশীল বস্তুর প্রথম সূত্র:
বিনা বাধায় স্থির অবস্থা থেকে নীচে পড়ার সময় সব বস্তু একই পথ একই সময়ে অতিক্রম করে।
পতনশীল বস্তুর দ্বিতীয় সূত্র:
বিনা বাধায় স্থির অবস্থা থেকে পতনশীল কোনো বস্তু কোনো নির্দিষ্ট সময়ে যে বেগ (v) লক্ষ্য করে সেই বেগ পতনকালের (t) সমানুপাতী। 
অর্থাৎ t সময়ে অর্জিত বেগ v হলে, v∝t।
পতনশীল বস্তুর তৃতীয় সূত্র:
বিনা বাধায় স্থির অবস্থা থেকে পতনশীল কোনো বস্তু কোনো নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা পতনকালের (t) বর্গের সমানুপাতী।
অর্থাৎ t সময়ে অতিক্রান্ত দূরত্ব h হলে, h∝t²

পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সিদ্ধান্তের সত্যতা প্রমাণের জন্য নিউটনের গিনি ও পালক পরীক্ষাটি বর্ণনা করো।

উঃ পরীক্ষা : একমুখে স্টপকর্ক যুক্ত একমুখ খোলা এক মিটার লম্বা একটি কাচনল নেওয়া হল। নলের ভেতর একটি পালক ও একটি গিনি নেওয়া হল। এবার খোলা মুখ রবারের ছিপি দিয়ে বন্ধ করা হল। এখন নলটি বায়ুপূর্ণ আছে।
পর্যবেক্ষণ : এ অবস্থায় নলটিকে হঠাৎ উল্টিয়ে খাড়া করলে দেখা যায় গিনিটি পালকের অনেক আগে এসে তলায় পৌঁছাল। পালকটি অনেক পরে এল। এবার বায়ু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে নলের ভেতরকার বাতাস বের করে নিয়ে স্টপকর্ক বন্ধ করে খাড়া নলটিকে আবার উল্টিয়ে দেওয়া হল।
এখন দেখা গেল গিনি ও পালক একসঙ্গে অপর প্রাপ্তে পৌঁছাল।
সিদ্ধান্ত ও ব্যাখ্যা : বায়ুপূর্ণ অবস্থায় হালকা পালক বায়ুর বাধা সহজে অতিক্রম করতে পারে না। গিনি ভারী তাই নলের অপর প্রান্তে গিনি আগে পৌঁছায়। পালক পরে পৌঁছায়। নলকে বায়ুশূন্য করার পর নলে বায়ুর বাধা থাকে না, তখন পালক ও গিনি একসঙ্গে নলের অপর প্রান্তে পৌঁছায়। সুতরাং এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত করা যায়, অবাধে পতনশীল সব বস্তু একই সময় সমান দূরত্ব অতিক্রম করে।
কয়েকটি ছোট প্রশ্ন ও উত্তর
1. গিনি ও পালক পরীক্ষা প্রথম কে করেন?
উঃ বিজ্ঞানী নিউটন।
** বিজ্ঞানী গ্যালিলিও প্রথম একটি মিনারের উপর থেকে বিভিন্ন ওজনের দুটি বস্তুকে নিচে ফেলে দেখেন বস্তু দুটি মাটিতে পৌঁছাতে প্রায় একই সময় লাগে। তিনি প্রথম বলেন, বায়ুর বাঁধা না থাকলে বস্তুগুলির মাটিতে পৌঁছোতে একই সময় লাগবে।
পরে বিজ্ঞানী নিউটন গ্যালিলিওর সিদ্ধান্তের সত্যতা প্রমাণের জন্য গিনি-পালক পরীক্ষাটি করেন।
2. পতনশীল বস্তুর সূত্র কে আবিষ্কার করেন?
উঃ বিজ্ঞানী গ্যালিলিও।
3. অবাধে পতনশীল বস্তুর ওজন কত?
উঃ অবাধে পতনশীল বস্তুর ওজন শূন্য।

আরো পড়ুন -
1. নিউটনের মহাকর্ষ সূত্র
2. ভূসমলয় উপগ্রহ কাকে বলে?
3. ভর ও ভার কাকে বলে?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url