পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী ছিল?
পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব
পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী ছিল?উঃ 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে আকবরের পিতামহ বাবর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের অভিভাবক বৈরাম খানের সঙ্গে হিমুর যুদ্ধ হয়েছিল যেখানে হিমুকে পরাজিত করে আকবর ভারতে মোগল শাসনের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। মোগল সাম্রাজ্যের ইতিহাসে এই যুদ্ধ নানান দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছিল, যেমনঃ
(1) এর ফলে ভারতে মোগল-আফগান প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে এবং ভারতে আফগান প্রভুত্বলাভের আকাঙ্ক্ষা চিরদিনের মতো বিলীন হয়ে যায়।
(2) দ্বিতীয় পানিপথের যুদ্ধে জয়লাভের ফলে ভারতের কেন্দ্রীয় শক্তি মোগলদের দখলে চলে আসে। মোগল শক্তি স্থায়ীভাবে দিল্লী দখল করে এবং তার বৈধতা প্রতিষ্ঠা করে।
কয়েকটি প্রশ্ন উত্তর
1. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খানের সঙ্গে হিমুর যুদ্ধ হয়েছিল যেখানে আকবরের অভিভাবক বৈরাম খান হিমুকে পরাজিত করে।
2. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কে পরাজিত হয়?
উঃ আদিল শাহ এর মন্ত্রী হিমু পরাজিত হয়।
3. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?
উঃ 1556 খ্রিস্টাব্দে।