বাদুড়ের অভিযোজন বৈশিষ্ট্য ও বাদুড় বিষয়ে প্রশ্নোত্তর

বাদুড়ের অভিযােজন 

বাদুড় স্তন্যপায়ী এবং খেচর প্রাণী। বাদুড়ের অভিযােজনগত বৈশিষ্ট্য গুলি হল-
1. এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত, ডানা চামড়া দিয়ে তৈরী যা দেহের দুপাশে বিস্তৃত এবং অগ্রপদ ও পশ্চাদপদকে ঢেকে রাখে। বাদুড়ের এরকম ডানাকে প্যাটাজিয়াম (Patagium) বলে।
2. অগ্রবাহুর অস্থিগুলি বেশ দীর্ঘ, বিশেষ করে হিউমেরাস, রেডিয়াস এবং শেষ চারটি ফ্যালাঞ্জেস।
3. স্টারনাম অনেকটা পাখীদের মত এবং কীল অস্থিতে রূপান্তরিত।
4. পেষ্টোরাল পেশী (উড্ডয়ন পেশী) বেশ মজবুত।
5. বাদুড়ের দৃষ্টি শক্তি ক্ষীণ কিন্তু শ্রবণ শক্তি বেশ তীক্ষ
ওড়ার সময় এদের ইকো-লােকেশন্ তন্ত্র (echo-location system) বিশেষ একধরনের আলট্রাসােনিক শব্দ-তরঙ্গ সৃষ্টি করে, যা কোন বস্তুতে বাধা পেয়ে ফিরে আসলে বাদুড় বস্তুটির
দূরত্ব ও অবস্থান নির্ণয় করতে পারে।

বাদুড় বিষয়ে প্রশ্ন উত্তর

1. বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কী?
উঃ Chiroptera
2. বাদুড় কোন শ্রেণীর প্রাণী?
উঃ বাদুড় স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী।
3. বাদুরের ইংরেজিতে কী বলে?
উঃ Bat
4. বাদুড় কামড়ালে কি হয়?
উঃ অন্যান্য প্রাণীর থেকে বাদুড় অনেক বেশি ভাইরাস বহন করে চলে। সেজন্য বাদুড় কামড়ালে যেসব রোগ হতে পারে -ইবোলা ভাইরাস (Ebola), সার্স (SARS), জিকা (Zika), এইচ-আই-ভি (HIV), এবং সম্প্রতি কোভিড-19 দেখা গিয়েছে।
5. বাদুড় কি চোখে দেখতে পায়?
উঃ বাদুড় চোখে দেখতে পায়। বাদুড়ের দৃষ্টিশক্তি ক্ষীন।
6. বাদুড় কোন উদ্ভিদে বাসা বাঁধে?
উঃ বাদুড় নির্দিষ্ট কোন উদ্ভিদে বাসা বাঁধে না।বাদুড় গুহার মধ্যে বা গাছের কোটরে, এমনকি গাছের ডালে বা বাড়ির ছাদেও বাদুড় বাসা বানাতে পারে।
7. বাদুরের কি চোখ আছে?
উঃ বাদুরের চোখ আছে, বাদুড়ের দৃষ্টির শক্তি ক্ষীন।
8. বাদুড় পাখি নয় কেন?
বাদুড়কে পাখি বলা যায় না কারণ বাদুড় পাখি হবার বৈশিষ্ট্য গুলি মেনে চলে না যেমন-
পাখির যেসব বৈশিষ্ট্য গুলি থাকে
1. পাখির ডিম পাড়ে
2. পাখির দেহ পালকে আবৃত থাকে।
3. চোয়ালে চঞ্চু থাকে ইত্যাদি।
এই বৈশিষ্ট্য গুলি বাদুড়ের থাকেনা 
1. বাদুড় সন্তান প্রসব করে।
2. বাদুড়ের দেহ লোম ধরে ঢাকা থাকে
3. চোয়ালে চঞ্চল থাকে না।
পাখির এই সব বৈশিষ্ট্য বলে মেনে চলে না বলে বাদুড়কে পাখি বলা যায় না।
9. বাদুরের বৈজ্ঞানিক নাম কি?
উঃ Chiroptera
Next Post Previous Post
1 Comments
  • জনতার কন্ঠ ।
    জনতার কন্ঠ । November 5, 2022 at 5:33 PM

    খুবই ভালো ছিল জানার মত অনেক তথ্য ।

Add Comment
comment url