নুরজাহান চক্র কী?
নূরজাহান চক্র কি?
উঃ নূরজাহান ছিলেন মুঘল বাদশাহ জাহাঙ্গীরের প্রধানা পত্নী। জাহাঙ্গীরের অসুস্থতার সুযোগ নিয়ে তিনি মুঘল রাজকার্যে একটি চক্র গড়ে তোলেন। এটি নূরজাহান চক্র নামে পরিচিত। এই চক্রে নূরজাহানের পিতা, ভ্রাতা ও শাহজাদা খুররম (পরবর্তীকালে শাহজাহান) ছিলেন। জাহাঙ্গীরের নাম নিয়ে প্রকৃতপক্ষে তাঁরাই রাজকার্য পরিচালনা করতেন।
-----
কয়েকটি প্রশ্ন উত্তর
1. নুরজাহান কথার অর্থ কি?
উঃ জগতের আলো।
2. নুরজাহানের পূর্ব নাম কি?
উঃ মেহের উন নিসা।
3. নুরজাহান কে ছিলেন?
উঃ সম্রাট জাহাঙ্গীরের বিশতম ও সর্বাপেক্ষা প্রিয়তমা পত্নী ছিলেন।
4. শাহজাহানের মায়ের নাম কি?
উঃ জগৎ গোসাই ( Jagat Gosain)