মহাকর্ষ ও অভিকর্ষ - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
মহাকর্ষ ও অভিকর্ষ - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1. মহাকর্ষ ও অভিকর্ষ কাকে বলে?
উঃ মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে মহাকর্ষ বল বলে।
এবং পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে।
2. মহাকর্ষ ধ্রুবকের মান কত?উত্তরঃ সি. জি. এস. পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.6576×10⁻⁸ ডাইন- সেমি²/গ্রাম²।
3. তারায় তারায় যে আকর্ষণ বল কাজ করে তাকে কী বলে ?
উত্তরঃ এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে।
4. চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত?
উত্তরঃ চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব 3,86,160 কিমি (প্রায়)।
5. চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের কত গুণ?
উত্তরঃ চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের ⅙ গুণ।
6.চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব কে কি বলে?
উত্তরঃ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব কে অ্যাপোজি বলে।
7. মহাকর্ষ সূত্রটির আবিষ্কর্তা কে?
উত্তরঃ মহাকর্ষ সূত্রটির আবিষ্কর্তা আইজ্যাক নিউটন।
8. SI পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তরঃ S.I. পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান 9.81 মিটার/সেকেন্ড²।
9. পতনশীল বস্তুর সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ পতনশীল বস্তুর সূত্র গ্যালিলিও আবিষ্কার করেন।
10. অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি ?
উত্তরঃ পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব সবচেয়ে কম। তাই মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি।
11. একটি বস্তুর ওজন কলকাতায় বেশি হবে না এভারেস্টের চূড়োয় বেশি হবে?
উত্তরঃ এভারেস্টের চূড়োর তুলনায় কলকাতায় অভিকর্ষজ ত্বরণের মান বেশি হওয়ার জন্য কলকাতায় বস্তুর ভর বেশি হবে।
12. তুমি চাঁদে গেলে তোমার ভর বাড়বে না একই থাকবে?
উত্তরঃ চাঁদে ভর একই থাকবে।
13. কোনো বস্তুর ওজন কোন অবস্থায় শূন্য হবে?
উত্তরঃ কৃত্রিম উপগ্রহ যখন মহাশূন্যে ঘুরতে থাকে তখন তার উপর মহাকর্ষ বা অভিকর্ষ বল শূন্য হয়। এই অবস্থায় বস্তুর ওজন শূন্য হয়।
14. কোনো গাছ থেকে পাকা ফল খসে মাটিতে পড়ে কেন ?
উত্তরঃ পৃথিবীর অভিকর্ষ বলের জন্য গাছ থেকে পাকা ফল খসে মাটিতে পড়ে।
15. একটি পাথরকে খাড়াভাবে উপরের দিকে ছুঁড়ে দিলে ওর বেগ বাড়ে না কমে ?
উত্তরঃ পাথরকে খাড়াভাবে উপরের দিকে ছুঁড়ে দিলে পাথরটি অভিকর্ষ বলের বিরুদ্ধে গতিশীল তাই ওর বেগ কমতে থাকে।
16. বায়ুপূর্ণ কাচনলে গিনি পালকের আগে পড়ে কেন?
উত্তরঃ বায়ুপূর্ণ অবস্থায় কাচনলে পালক সহজে বায়ুর বাধা অতিক্রম করতে পারে না। এজন্য গিনির পরে পড়ে।
17. চাঁদে কোনো বস্তুর ওজন 6 কিলোগ্রাম হলে পৃথিবীতে ওই বস্তুর ওজন কত?
উত্তরঃ পৃথিবীর আকর্ষণ বল চাঁদের আকর্ষণ বলের 6 গুণ।
অতএব, চাঁদে বস্তুটির ওজন 6 কিলোগ্রাম হলে পৃথিবীতে বস্তুর ওজন 6 × 6 বা 36 কিলোগ্রাম।
18. পৃথিবীতে তুমি 3 মিটার হাইজ্যাম্প দিতে পারো। চাঁদে কত মিটার লাফাতে পারবে?
উত্তরঃ চাঁদে লাফানো যাবে = 3 × 6 মিটার = 18 মিটার।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
1. মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? মহাকর্ষীয় ধ্রুবকের মান কত?
উত্তরঃ একক ভর সম্পন্ন দুটি বস্তু পরস্পর থেকে একক দূরত্বের থেকে পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে।
মহাকর্ষীয় ধ্রুবকের মান সি.জি.এস. পদ্ধতিতে 6.6576 × 10⁻⁸ ডাইন সেমি²/গ্রাম²।
S.I. পদ্ধতি মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.6576 × 10⁻¹¹ নিউটন মিটার²/কিগ্রা²।
2. চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে কেন ?
উত্তরঃ চাঁদ নিজ কক্ষপথে পৃথিবীকে সব সময় 3496 কিমি/ঘণ্টা বেগে চন্দ্রকে আবর্তন করছে। এর জন্য যে কোনো মুহূর্তে চাঁদ কক্ষপথ থেকে ছিট্কে বেরিয়ে যেতে পারত কিন্তু পৃথিবী অভিকর্ষ বল দিয়ে সর্বদা চাঁদকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই দুই বলের প্রভাবে চাঁদ পৃথিবীর চারধারে ঘুরছে।
3. বস্তুর ভর হল মৌলিক ধর্ম, ভার মৌলিক ধর্ম নয় কেন?
উত্তরঃ বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, ভর একই থাকে। কিন্তু বস্তুর ভার শূন্য হতে পারে। যেমন, অবাধে পতনশীল অবস্থায়, পৃথিবীর কেন্দ্রে কিংবা ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহে বস্তুর ভার শূন্য হয়। গতি, স্থিতি, তাপ, তড়িৎপ্রবাহ, চুম্বকত্ব প্রভৃতি দ্বারা বস্তুর ভরের পরিবর্তন করা যায় না। বস্তুর ভর মৌলিক ধর্ম, ভার মৌলিক ধর্ম নয়।
4. একটি ফোলানো বেলুনকে চাঁদে নিয়ে গেলে কী হবে এবং কেন ?
উত্তরঃ চাঁদে বায়ু নেই ফলে ফোলানো বেলুন চাঁদে উড়বে না। পৃথিবীর বায়ু আছে, বায়ুর প্লবতার জন্য বেলুন আকাশে উড়ে। কিন্তু চাঁদে বায়ু না থাকায় প্লবতা বা ঊর্ধ্বমুখী বল থাকে ফলে বেলুন উড়ে না।
5. উল্কাপাত কেন হয়?
উত্তরঃ উল্কা হল নক্ষত্রের ভেঙে যাওয়া খণ্ড ঘুরতে ঘুরতে পৃথিবীর অভিকর্ষের আওতায় এসে গেলে তখন তীব্র বেগে নক্ষত্রের টুকরো ভূ-পৃষ্ঠের দিকে নেমে আসে। তীব্র গতিবেগ যুক্ত উল্কা বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে প্রচণ্ড তাপ উৎপন্ন করে। এই জন্য বেশির ভাগ উল্কাই মাটি ছোঁয়ার আগেই পুড়ে
ছাই হয়ে যায়।
6. পৃথিবী ও বস্তু পরস্পরকে একই বল দ্বারা আকর্ষণ করলেও বস্তুটি পৃথিবীর দিকে এগিয়ে আসে কেন?
উত্তরঃ পৃথিবী তার উপর ও তার কাছাকাছি বস্তুকে আকর্ষণ করে। আবার বস্তুটিও পৃথিবীকে সমান বল দিয়ে আকর্ষণ করে। কিন্তু বস্তুর ভর পৃথিবীর ভরের তুলনায় নগণ্য। বস্তুটি পৃথিবীর দিকে এগিয়ে আসে।
আরো পড়ুন-