পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন?
পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন?
উঃ গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের চাদর। এই বায়ুমণ্ডলের মেঘে সূর্যের আলো পড়ে ঝকঝক করে। পৃথিবীর বাইরে থেকে বরফে ঢাকা পার্বত্য অঞ্চলগুলো এবং সুমেরু ও কুমেরু প্রদেশ দুটিতে সূর্যের আলো পড়ে ঝকঝকে সাদা দেখায়।
পৃথিবীর বনভূমি অঞ্চল নীলাভ সবুজ রঙের, কৃষিক্ষেত্র এবং তৃণভূমিগুলোকে ফিকে হলুদ রঙের এবং মরুভূমি অঞ্চলগুলোকে রক্তাভ হলুদ রঙের দেখায়।
যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশই (3 ভাগের 2 ভাগ জল) সমুদ্রের জলে ঢাকা, তাই পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর বেশির ভাগ অংশকেই নীল রঙের দেখায়। এইজন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
আরো পড়ুন-
1. নিশীথ সূর্যের দেশ কাকে বলে এবং কেন?
2. আহ্নিক গতির ফলাফল গুলি কি কি?
3. মেরু অঞ্চলে সব সময় শীতকাল হয় কেন?
4. পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণ গুলো কি কি?
5. কুলীন গ্রহ কি?
6. অপসূর ও অনুসূর কাকে বলে?