মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয় কেন?
মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয় কেন?
উত্তরঃ নিজের কক্ষপথে সূর্য পরিক্রমার সময়ে পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 66½° কোণে হেলানাে ভাবে অবস্থান করার জন্য বছরে 6 মাস উত্তর গােলার্ধ সূর্যের দিকে ও 6 মাস দক্ষিণ গােলার্ধ সূর্যের দিকে সরে আসে। প্রত্যেক বছর 21 শে মার্চ থেকে 23 শে সেপ্টেম্বর এই সময়ে পৃথিবীর উত্তর গােলার্ধ তার দক্ষিণ গােলার্ধের চেয়ে সূর্যের দিকে বেশি হেলে থাকে বলে উত্তর গােলার্ধে সূর্য কিরণ লম্বভাবে’ বা প্রায় লম্বভাবে’ পড়ে। এর ফলে এই 6 মাস উত্তর মেরু (সুমেরু) অবিরাম সূর্যের আলাে পায়—অর্থাৎ এই সময়ে সুমেরুতে ৬ মাস এক নাগাড়ে দিন হয়।
অপর দিকে একই কারণে, 23 শে সেপ্টেম্বর থেকে 21 শে মার্চ—এই 6 মাস সময়ে পৃথিবীর উত্তর গােলার্ধের চেয়ে দক্ষিণ গােলার্ধে সূর্য কিরণ লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে এবং উত্তর গােলার্ধে তির্যকভাবে পড়ে। এর ফলে এই 6 মাস (23 শে সেপ্টেম্বর থেকে 21 শে মার্চ)সময়ে দক্ষিণ মেরু (কুমেরু) অবিরাম সূর্যের আলাে পায়—অর্থাৎ সেই সময়ে দক্ষিণ মেরুতে একটানা দিন হয়। তাই বলা হয় যে, মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে।
আরো পড়ুন-
1. অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে?
2. গ্রীষ্মকালে তুলনায় শীতকাল ছোট হয় কেন?
3. অপসূর ও অনুসূর কাকে বলে?
4. পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন?
5. পৃথিবীর কোন অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কেন?
6. প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন?