বিজ্ঞান ও বিজ্ঞানীদের আবিস্কার ও আবিস্কারকের নাম
বিজ্ঞান ও বিজ্ঞানীদের আবিস্কার ও আবিস্কারকের নাম
1. বিজ্ঞানী ম্যাক্সওয়েল কীসের জন্য বিখ্যাত ?উত্তরঃ তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র আবিষ্কার করেন।
2. নিউক্লিয়ার রি-অ্যাক্টর আবিষ্কার করেন কে ?
উত্তরঃ বিজ্ঞানী ফার্মি নিউক্লিয়ার রি-অ্যাক্টর আবিষ্কার করেন।
3. টেলিভিশন কে আবিষ্কার করেন ?
উত্তরঃ টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড 1962 খ্রিস্টাব্দে।
4. আইনস্টাইন কীসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ আইনস্টাইন ‘আপেক্ষিকতাবাদ’ তত্ত্ব আবিষ্কার করেন। এর থেকে জানা যায় পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায়।
5. বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন।
6. আধুনিক রসায়নের জনক কাকে বলে ?
উত্তরঃ ফরাসি বিজ্ঞানী ল্যাভয়সিয়েঁ-কে আধুনিক রসায়নের জনক বলে।
7. জগদীশচন্দ্র বসুর মৌলিক আবিষ্কার কী?
উত্তরঃ জগদীশচন্দ্র বসুর মৌলিক আবিষ্কার হল উদ্ভিদেরাও মানুষ ও প্রাণীর মতো উত্তেজনায় সাড়া দেয় এবং ক্লান্ত হয়।
8. কোন ভারতীয় বিজ্ঞানী সর্বপ্রথম নোবেল প্রাইজ পান ? তাঁর আবিষ্কার কী ?
উত্তরঃ অধ্যাপক চন্দ্রশেখর ভেক্টর রমন সর্বপ্রথম নোবেল প্রাইজ পান।
তাঁর আবিষ্কার রমন এফেক্ট।
9. মেঘনাদ সাহার আবিষ্কৃত তত্ত্বের নাম কী?
উত্তরঃ মেঘনাদ সাহার আবিষ্কৃত তত্ত্ব হল তাপীয় আয়তন তত্ত্ব।
10. দি প্রিন্সিপল অফ রিলেটিডিটি বই-এর লেখকের নাম কী ?
উত্তরঃ মেঘনাদ সাহা।
11. আচার্য প্রফুল্লচন্দ্র আবিষ্কৃত যৌগটির নাম কী ?
উত্তরঃ মারকিউরাস নাইট্রাইট।
12. ভারতে পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ প্রশান্তচন্দ্র মহলানবিশকে ভারতে পরিসংখ্যান বিজ্ঞানের জনক বলা হয়।
13. বিজ্ঞান কথাটির অর্থ কী ?
উত্তরঃ বিজ্ঞান কথার অর্থ বিশেষ জ্ঞান।
14. বিজ্ঞানের মূল শাখা দুটি কী কী?
উত্তরঃ বিজ্ঞানের মূল শাখা দুটি হল—(i) ভৌত বিজ্ঞান, (ii) জীবন বিজ্ঞান।
15. পর্যবেক্ষণে ব্যবহৃত দুটি যন্ত্রের নাম করো।
উত্তরঃ দূরবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র।
16. পিথাগোরাস কোন দেশের বিজ্ঞানী ?
উত্তরঃ গ্রিসের বিজ্ঞানী ছিলেন।
17. পিথাগোরাসের পৃথিবী সম্বন্ধে ধারণা কী ছিল ?
উত্তরঃ পিথাগোরাসের ধারণা ছিল পৃথিবী গোল। তিনি চিনের প্রাচীন যুগের গণিত শাস্ত্রের পণ্ডিত ছিলেন।
18. ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উত্তরঃ সাধারণ তুলা দ্বারা বস্তুর ভর মাপা হয়।
19. আর্কিমিডিস কী আবিষ্কার করে বিখ্যাত হন ?
উত্তরঃ আর্কিমিডিস সূত্র আবিষ্কার করে বিখ্যাত হয়েছেন।
21. চ্যাস সাং চিঙ কে ছিলেন?
উত্তরঃ চ্যাস সাং চিঙ প্রাচীন চিনের খ্যাতনামা চিকিৎসক ছিলেন।
22. জাবির ইমন কী আবিষ্কার করেন ?
উত্তর। শ্বেত সীসা, অ্যান্টিমনি ও আর্সেনিক নিষ্কাশনের পদ্ধতি আবিষ্কার করেন।
23. ইবনসিনা কোথাকার বিজ্ঞানী ? ইনি কী আবিষ্কার করেন ?
উত্তরঃ আরবের বিজ্ঞানী। ইনি জল চাকা, পবন চাকা ও আর্টেজীয় কূপের সাহায্যে চাষের জমিতে জলসেচ ব্যবস্থার প্রবর্তন করেন।
24. পৃথিবী সূর্যের চারধারে ঘোরে কে আবিষ্কার করেন ?
উত্তরঃ কোপারনিকাস।
25. দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন? তিনি কোথাকার বিজ্ঞানী ?
উত্তরঃ ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও।
26. মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জোহানস্ গুটেনবার্গ।
27. পিথাগোরাসের শিক্ষাগুরুর নাম লেখো।
উত্তরঃ পিথাগোরাসের শিক্ষাগুরু জ্যামিতির জনক থেলেস।
28. কোন শব্দ থেকে কেমিস্ট্রি কথাটি এসেছে ?
উত্তরঃ কিমিয়া থেকে কেমিস্ট্রি শব্দটি এসেছে।
29. মহাকর্ষ সূত্র এবং গতিসূত্র কার আবিষ্কার ?
উত্তরঃ নিউটন আবিষ্কার করেন।
30. গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক কে স্থাপন করেন ?
উত্তরঃ রবার্ট বয়েল।
31. বাতাস যে প্রধানত দুটি গ্যাসের মিশ্রণ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ল্যাভয়সিয়ে প্রথম আবিষ্কার করেন বাতাস দুটি গ্যাসের মিশ্রণ।
32. বিজ্ঞান অনুশীলনের পদ্ধতিগুলোর নাম করো।
উত্তরঃ বিজ্ঞান অনুশীলনের পদ্ধতিগুলো হল-(i) পরীক্ষা, (ii) পর্যবেক্ষণ, (iii) পরিমাপ, (iv) সিদ্ধান্ত।
33. নদী পরিকল্পনা কার অবদান ?
উত্তরঃ নদী পরিকল্পনা মেঘনাদ সাহার অবদান।
34. আয়তনের মূল একক কী?
উত্তরঃ আয়তনের মূল একক ঘনসেমি।
35. অ্যারিস্টটলের বইতে কীসের নিখুঁত বর্ণনা আছে ?
উত্তরঃ অ্যারিস্টটলের বই থেকে প্রাণীর দেহ গঠনের নিখুঁত বর্ণনা পাওয়া যায়।
36. ক্রেস্কোগ্রাফ এবং পোটোমিটার যন্ত্র কার আবিষ্কার ?
উত্তরঃ আচার্য জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ ও পোটে যন্ত্র আবিষ্কার করেন।
37. মানুষের দেহের উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী ?
উত্তরঃ থার্মোমিটার।
38. কোন ভারতীয় বিজ্ঞানী বিদ্যুৎ তরঙ্গের সাহায্যে প্রথম সংকেত পাঠান ?
উত্তরঃ আচার্য জগদীশচন্দ্র বসু।
39. শূন্য প্রথা প্রথম কোন দেশে চালু হয়?
উত্তরঃ শূন্য প্রথা প্রথম আরব দেশে প্রচলিত হয়।
40. ইসরো কী ?
উত্তরঃ ইসরো একটি ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র।
41. পরীক্ষামূলক বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিওকে পরীক্ষামূলক বিজ্ঞানের জনক বলা হয়।
42. কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন?
উত্তরঃ কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী।
43. আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে মাস্টার অব নাইট্রাইট বলা হয় কেন ?
উত্তরঃ আচার্য প্রফুল্লচন্দ্র অনেকগুলি নাইট্রাইট যৌগ আবিষ্কার করেন বলে বিজ্ঞানীমহল ওনাকে মাস্টার অব নাইট্রাইট বলতেন।
44. আধুনিক ভারতে পরমাণু বিজ্ঞানের পথিকৃৎ কে?
উত্তরঃ হোমি জাহাঙ্গীর ভাবা।
45. মমি কী ?
উত্তরঃ মিশরে পিরামিডের মধ্যে রাখা হাজার হাজার বছর আগের অবিকৃত মৃতদেহকে মমি বলে।
46. আর্যভট্ট কে ছিলেন ?
উত্তরঃ প্রাচীন ভারতের খ্যাতনামা জ্যোতির্বিদ ও গণিতবিদ ছিলেন আর্যভট্ট।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন 1. ভৌত বিজ্ঞান কাকে বলে ?
উত্তরঃ বিজ্ঞানের যে শাখায় জড় ও শক্তির পারস্পরিক রূপান্তর এবং নানারকম জড় পদার্থের গঠন, ধর্ম ও পারস্পরিক রূপান্তর বিষয়ে আলোচনা করা হয় তাকে ভৌত বিজ্ঞান বলে।
2. বিজ্ঞান কথার অর্থ কী ?
উত্তরঃ বিজ্ঞান কথার অর্থ বিশেষ জ্ঞান। বিজ্ঞানের কাজ হল অজানাকে জানা। জড়, জীব ও শক্তি নিয়ে প্রকৃতি। প্রকৃতিতে যে সব ইন্দ্রিয়গ্রাহ্য ঘটনা ঘটে সেগুলো নির্দিষ্ট নিয়ম মেনে চলে। বিভিন্ন প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে পরীক্ষালব্ধ, তথ্যভিত্তিক অভিজ্ঞতা থেকে বিজ্ঞান গড়ে উঠে। সুতরাং বিজ্ঞান হল সকল প্রাকৃতিক ঘটনার পরীক্ষালব্ধ ও সুসংবদ্ধ বিশেষ জ্ঞান।
3. চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা কী?
উত্তরঃ চরক সংহিতা চরকের লেখা, সুশ্রুত সংহিতা সুশ্রুতের লেখা দুটি চিকিৎসা শাস্ত্রের বই। চরক সংহিতায় রোগ নির্ণয় ও তার নিরাময় সম্বন্ধে জানা যায়। সুশ্রুত সংহিতায় শল্য চিকিৎসার বিভিন্ন পদ্ধতি ও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়।
4. রমন এফেক্ট কী?
উত্তরঃ রমন এফেক্ট হল একবর্ণের আলো পদার্থের অণুর মধ্য দিয়ে যাবার সময় বিক্ষিপ্ত হয়ে অন্য বর্ণের আলো উৎপন্ন করে। এটি সি. ভি. রমনের আধুনিক বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার।
5. রাশি কাকে বলে? S. I. পদ্ধতির মূল একক গুলোর নাম লেখো।
উত্তরঃ পরিমাপযোগ্য যে কোনো বস্তু, ঘটনাকে রাশি বলা হয়। বস্তুর দৈর্ঘ্য, ভর, ওজন, ঘটনা ঘটার সময় ইত্যাদিকে পরিমাপ করা যায়। এদের প্রত্যেককেই রাশি বলে।
দৈর্ঘ্য—মিটার, ভর—কিলোগ্রাম, সময়—সেকেন্ড, তড়িৎ-প্রবাহ—অ্যাম্পিয়ার, তাপমাত্রা—কেলভিন, আলোক দীপ্তি--ক্যান্ডেলা।
6. টলেমী কে ছিলেন? তাঁর আবিষ্কারগুলো লেখো।
উত্তরঃ টলেমী প্রাচীন গ্রিসের বিখ্যাত জ্যোতির্বিদ। পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে তা তিনি নির্ণয় করেন। আলোর প্রতিসরণের সূত্র টলেমী আবিষ্কার করেন।
7. ভারতে সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কারটি কার নামে দেওয়া হয় ?
তিনি যে যে বিষয়ের উপর পেপারগুলো লিখেছেন তার উল্লেখ করো।
উত্তরঃ ভারতে সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কারটি শান্তিস্বরূপ ভাটনগরের নামে দেওয়া হয়।
ইমালশন ও কলয়েড কণার উপর তিনি নানা গবেষণা করেছেন। কেরোসিন পরিশোধন ও কেরোসিনের আলো উৎপাদন ক্ষমতা বাড়ানো, পেট্রোলিয়াম পরিশোধন করে প্রাপ্ত বর্জ্য পদার্থগুলোকে ব্যবহার-সংক্রান্ত অনেক গবেষণা করেন।
8. বাষ্পচালিত রেল ইঞ্জিন কে সর্বপ্রথম আবিষ্কার করেন? এটি কোন নীতির উপরে ভিত্তি করে আবিষ্কৃত হয় ?
উত্তরঃ 1763 খ্রিস্টাব্দে জেমস্ ওয়াট কয়লা পুড়িয়ে জলকে বাষ্পে পরিণত করে স্টিমের শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন।
এই নীতির উপর ভিত্তি করে 1769 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন।
9. বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো কী কী?
উত্তরঃ বিজ্ঞানের মূল শাখা দুটি—(i) প্রাকৃতিক বিজ্ঞান, (ii) জীবন বিজ্ঞান।
প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলো হল-পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ভূবিদ্যা, জ্যোতির্বিদ্যা, মহাকাশ বিজ্ঞান, পরিসংখ্যান।
জীবন বিজ্ঞানের শাখাগুলো হল--প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা।
10. মাইকেল ফ্যারাডের কোন নীতির উপর ভিত্তি করে জেনারেটর আবিষ্কার হয়েছে?
উত্তরঃ মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন। এই তত্ত্বের ওপর ভিত্তি করে বিভিন্ন যন্ত্র; যেমন—ডায়নামো বা জেনারেটার, বৈদ্যুতিক মোটর ইত্যাদি তৈরি হয়েছে।
11. গ্যালিলিওকে পরীক্ষামূলক বিজ্ঞানের জনক বলা হয় কেন ?
উত্তরঃ গ্যালিলিও দোলকের দোলনকালের সূত্র, পতনশীল বস্তুর সূত্রগুলো আবিষ্কার করেন। তিনি দূরবীন যন্ত্র আবিষ্কার করে চাঁদের কলঙ্ক, মহাকাশে ছায়াপথ, বৃহস্পতির উপগ্রহ এবং শনির বলয় বিভিন্ন গ্রহের উপগ্রহ ইত্যাদির সঠিক তথ্য দূরবীন যন্ত্র দ্বারা নির্ণয় করেন। এইজন্য গ্যালিলিওকে পরীক্ষামূলক বিজ্ঞানের জনক বলা হয়।
12. বর্তমানে পারমাণবিক শক্তিকে কীভাবে মানব কল্যাণে ব্যবহার করা হয় ?
উত্তরঃ এনরিকো ফার্মির তৈরি নিউক্লিয়ার রি-অ্যাক্টর আবিষ্কারের ফলে বর্তমানে এই রি-অ্যাক্টর পরমাণুকে ভেঙ্গে বিপুল তাপশক্তির সৃষ্টি করে এই বিপুল শক্তি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। পারমাণবিক শক্তির সাহায্যে বর্তমানে জাহাজ, ডুবো জাহাজ চালানো হয়, বিভিন্ন কল কারখানার যন্ত্রপাতি চালানো হয়।
আরো পড়ুন-
1. ভারতের বিভিন্ন বিজ্ঞানী
2. বিজ্ঞান চর্চার পদ্ধতি গুলো কি কি আলোচনা করো।