স্থিতি হল আপেক্ষিক ব্যাখ্যা করো
স্থিতি হল আপেক্ষিক ব্যাখ্যা করো।
উঃ সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোন বস্তু স্থান পরিবর্তন না করে তবে তাকে স্থির বস্তু বলি এবং তার অবস্থাকে স্থিতি বলা হয়। যেমন গাছপালা ঘরবাড়ি রাস্তাঘাট আমরা স্থির দেখি।
এই পৃথিবীতে যে সব বস্তুকে আমরা স্থির দেখি, পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর দিকে দেখলে গতিশীল মনে হবে যেহেতু পৃথিবী ও পৃথিবী-সংলগ্ন সব বস্তুই ঘুরছে। অতএব পরম স্থির বস্তু এই মহাবিশ্বে নেই। তাই বলা যায়, স্থিতি হল আপেক্ষিক।
আরো পড়ুন -
1. গতি হল আপেক্ষিক ব্যাখ্যা করো।
2. নিউটনের গতি সূত্র গুলি কি কি?
3. সব স্থিতি ও গতিই আপেক্ষিক ব্যাখ্যা করো।