গতি হল আপেক্ষিক ব্যাখ্যা করো
গতি হল আপেক্ষিক ব্যাখ্যা করো।
উঃ সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোন বস্তু স্থান পরিবর্তন করে তবে তাকে গতিশীল বস্তু বলা হয় অর্থাৎ বলা যায় যে সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তনই বস্তুর গতি। যেমন চলন্ত ট্রেন, চলন্ত বাস, সূর্যের চারদিকে আবর্তনশীল পৃথিবী ইত্যাদি গতিশীল।
একটি পরম স্থির বস্তুর সাপেক্ষে একটি বস্তু গতিশীল হলে বস্তুটির গতিকে পরম গতি বলে। কিন্তু পরম স্থির বস্তু এই মহাবিশ্বে নেই। তাই পরম গতি বলেও কিছু নেই। তাই বলা যায়, গতি হল আপেক্ষিক।
আরো পড়ুন -
1. স্থিতি হল আপেক্ষিক ব্যাখ্যা করো।
2. নিউটনের গতি সূত্র গুলি কি কি?
3. সব স্থিতি বা গতিই আপেক্ষিক ব্যাখ্যা করো।
4. নির্দেশ তন্ত্র কাকে বলে? একটি রাশির মান কি নির্দেশতন্ত্রের ওপরে নির্ভর করে?