কার্ডোভা কী জন্যে বিখ্যাত

কার্ডোভা কী জন্যে বিখ্যাত সংক্ষেপে লেখাে।
উঃ ইউরােপে স্পেন অধিকার করে মুসলমানরা সেখানে তাদের সভ্যতার প্রধান ঘাঁটি স্থাপন করেছিল। ওয়াবেদ বংশের সুলতানরা এখানে রাজত্ব করতেন তাদের রাজধানী ছিল কার্ডোভা শহরে। শ্বেতপাথরের তৈরি সুলতানদের প্রাসাদ ছিল নদীর ধারে। এই প্রাসাদে চারশ ঘর ছিল। অনেক সােনার মূর্তি দিয়ে এই প্রাসাদ সাজানাে ছিল। কার্ডোভা শহরে ছিল 70টি গ্রন্থাগার, সাতশ মসজিদ আর তিনশ স্নানাগার। মসজিদের থামগুলি ছিল কারুকার্যে ভরা এবং দেওয়ালগুলি সুন্দর সুন্দর লতাপাতার কাজ দিয়ে সাজানাে। শহরে বাস করত পাঁচ লক্ষ লােক। সুলতান তৃতীয় আব্দুর রহমান কার্ডোভায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। কার্ডোভা বিশ্ববিদ্যালয়- এর খ্যাতি সারা ইউরােপে ছড়িয়ে পড়েছিল। স্পেনের বাইরে থেকেও বহু ছাত্র এখানে শিক্ষালাভ করতে আসত। সুলতানের গ্রন্থাগারে বই-এর সংখ্যা ছিল প্রায় চার লক্ষ। কার্ডোভা ছিল খ্রিস্টান, ইহুদি ও মুসলমান সংস্কৃতির মিলনকেন্দ্র। এখানকার মুসলমান শাসকদের ধর্মীয় উদারতা ছিল অনুকরণযােগ্য। ফলে কার্ডোভা সে যুগের শিক্ষা- সংস্কৃতির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পেরেছিল।

আরো পড়ুন-
1. ইসলাম ও তার প্রভাব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url