ইসলামের প্রসারের কারণগুলি কি কি?
ইসলামের প্রসারের কারণগুলি কি কি?
উত্তরঃ ইসলাম ধর্ম অতি দ্রুত প্রসার লাভ করে। হজরত মহম্মদ (সাঃ) এর মৃত্যুর একশ বছরের মধ্যে এশিয়া, আফ্রিকা ও ইউরােপের বিস্তীর্ণ অঞ্চলে ইসলাম ধর্মের প্রসার হয়।
ইসলাম ধর্মের দ্রুত প্রসারের কয়েকটি কারণ ছিল- প্রথমত, হজরত মহম্মদ (সাঃ) ছিলেন এক অসাধারণ শক্তিমান পুরুষ। তাঁর সংগঠনী প্রতিভা আরববাসীকে নতুন প্রেরণায় উদ্দীপ্ত করে।
দ্বিতীয়ত, ইসলাম ধর্ম অত্যন্ত সহজ ও অনাড়ম্বর। সাধারণ মানুষের পক্ষেও বােঝার কোনাে অসুবিধা নেই।
তৃতীয়ত, ইসলাম সমাজে কোনাে ভেদাভেদ নেই। আল্লার ওপর বিশ্বাসী মুসলমানরা সকলেই সমান। ইসলামের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক সমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে অগণিত মানুষ স্বেচ্ছায় এই ধর্ম গ্রহণ করে।
চতুর্থত, আরবেরা ছিল যােদ্ধার জাত। সুতরাং তারা অনুর্বর আরব দেশ ছেড়ে খাদ্য ও সম্পদলাভের তাগিদে উর্বর দেশের পথে বেরিয়ে পড়ল। তাদের সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম প্রসারের সম্ভাবনাও প্রশস্ত হল।
আরো পড়ুন-
1. খলিফা কাকে বলে? প্রথম চারজন খলিফার নাম বল।
2. ইসলাম ও তার প্রভাব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর