পরিবেশ কাকে বলে? পরিবেশের উপাদান গুলি কি কি?
পরিবেশ কাকে বলে? পরিবেশের উপাদান গুলি কি কি এবং কি কারণে পরিবেশ দূষিত হয়?
পরিবেশ কাকে বলে?
গাছপালা, পশুপাখি, বন্যপ্রাণী, মাছ, কীটপতঙ্গ, আলো, শব্দ, উত্তাপ, জল, বায়ু, মাটি এবং সর্বোপরি মানুষের তৈরি ঘরবাড়ি, রাস্তাঘাট, কলকারখানা—এসবকেই এককথায় পরিবেশ বলা হয়।
পরিবেশের উপাদান গুলি কি কি?
পরিবেশের উপাদানগুলিকে দু'ভাগে ভাগ করা যায়, যথা -
1. সজীব উপাদান এবং
2. জড় উপাদান।
উদ্ভিদ, প্রাণী প্রবেশের উপাদান প্রভৃতি হল পরিবেশের সজীব উপাদান।
বিভিন্ন প্রকার গ্যাস, খনিজ পদার্থ, ধাতু, আলাে, জল, মাটি, বায়ু প্রভৃতি হল পরিবেশের জড় উপাদান।
কি কারণে পরিবেশ দূষণ হয়?
ধোঁয়া ও কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেশি হবার ফলে অক্সিজেনের বিশুদ্ধতা কলুষিত হচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। বর্তমান বিশ্বে নানাবিধ মারণাস্ত্র, নানা ধরনের পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণের তেজস্ক্রিয় রশ্মি ও তেজস্ক্রিয় কণা’, শিল্প-কলকারখানায় জ্বালানাে গ্যাস ও আবর্জনা, যানবাহনের জ্বালানি দ্বারা বায়ু বিষাক্ত ও দূষিত হয়ে পড়েছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুদূষণ বাড়ছে।
নগরায়ণ ও শিল্পায়নের ফলে আমাদের চারপাশে এক নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিবেশ হল চারপাশের জাগতিক পরিস্থিতি। বিভিন্ন কারণে এই পরিবেশ দূষিত হয়। এই পরিবেশ দূষণকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা যায়, যথা—(১) বায়ু দূষণ, (২) জল দূষণ, (৩) মাটি দূষণ, (৪) শব্দ দূষণ এবং (৫) সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ দূষণ।
আরো পড়ুন-
1. পরিবেশ দূষণ ও তার প্রতিকার
2. বিজ্ঞান ও কুসংস্কার
3. পৃথিবীতে হঠাৎ গাছপালা মারা গেলে কি ঘটবে?