হযরত মুহাম্মদ সাঃ এর মদিনা জীবন
হযরত মুহাম্মদ সাঃ এর মদিনা জীবন সংক্ষেপে বর্ণনা করাে।
উত্তরঃ মহম্মদ আরবে প্রচলিত পৌত্তলিকতার ও বহু দেবদেবীর উপাসনারও নিন্দা করতেন। এই নিন্দা মক্কাবাসীদের অনেকেই মেনে নিতে পারেননি। তাদের শত্রুতার জন্য তিনি সপরিবারে মদিনা নগরে আশ্রয় গ্রহণ করেন। মদিনাবাসীরা মহম্মদ ও তার ধর্ম ইসলামকে সাদরে গ্রহণ করে। মহম্মদকে তারা মদিনার শাসক হিসেবে অধিষ্ঠিত করে। মহম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে আসাকে মুসলমানেরা হিজিরা বলে। এই ঘটনা ঘটে ৬২২ খ্রিস্টাব্দে। এই খ্রিস্টাব্দ থেকে তারা তাদের বর্ষ গণনা শুরু করে। অবশেষে ৬৩০ খ্রিস্টাব্দে মহম্মদ মক্কা জয় করেন। তিনি মক্কাকেই মুসলমানদের শ্রেষ্ঠ তীর্থস্থান হিসেবে গ্রহণ করেন। ক্রমে ক্রমে তার প্রভাবে মক্কাবাসী এবং অধিকাংশ আরববাসী ইসলাম ধর্ম গ্রহণ করে। ৬৩২ খ্রিস্টাব্দে মহম্মদ মদিনায় ইহলোক গমন করেন। মুসলমানদের মতে মহম্মদ ছিলেন পৃথিবীর সর্বশেষ রসুল—অর্থাৎ ঈশ্বর-প্রেরিত পুরুষ।
আরো পড়ুন-
1. ইসলামের মূল আদর্শ গুলি কি কি?
2. খোলাফায়ে রাশেদীন কাকে বলে?
3. ইসলাম ও তার প্রভাব এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
4. খলিফা কাকে বলে? প্রথম চারজন খলিফার নাম বল