কলয়েড কি? কলয়েড এর উদাহরণ এবং কলয়েড এর বৈশিষ্ট্য
কলয়েড কি? কলয়েড এর উদাহরণ এবং কলয়েড এর বৈশিষ্ট্য
উত্তরঃ যদি কোনও দ্রাবকের মধ্যে অপর একটি পদার্থ 10-⁵ সেমি থেকে ছােটো কিন্তু 10-⁷ সেমি থেকে বড়াে ব্যাস সম্পন্ন কণার আকারে প্রলম্বিত থেকে ইতস্তত ঘুরে বেড়ায় অথচ দ্রবীভূত না হয়ে একটি অস্বচ্ছ ও অসমসত্ত্ব মিশ্রণ উৎপন্ন হয় তাকে কলয়েড বা কলয়েডীয় দ্রবণ বলে। কণাগুলিকে খালি চোখে দেখা যায় না। ফিলটার কাগজের মধ্য সে সহজে গলে যায়, কিন্তু পার্চমেন্ট কাগজের ছিদ্রপথে আটকে যায়।
কলয়েড এর উদাহরণ
কলয়েডের উদাহরণ : পাতলা ভাতের ফেন, গঁদের আঠা, ধোঁয়া, কুয়াশা, মেঘ, দুধ, সাবানের ফেনা, চা, কফি, রক্ত ইত্যাদি কলয়েডের উদাহরণ।।
কলয়েডীয় মিশ্রণের বৈশিষ্ট্য
1. কলয়েডীয় মিশ্রণ সহজে থিতিয়ে পড়ে না।
2. কলয়েডীয় কণাগুলি এত ছােটো যে খালি চোখে বা অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় না।
3. মিশ্রণে তীব্র আলােকরশ্মি পাঠিয়ে আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে এদের উপস্থিতি বােঝা যায়। আল্ট্রা মাইক্রোস্কোপ দিয়ে বুঝা যায় কলয়েড কণা দ্বারা আলােকরশ্মি বিচ্ছুরিত হচ্ছে। একে টিন্ডাল এফেক্ট বলে এবং দেখা যায় কলয়েড কণাগুলি
বিরাম দ্রুত সঞ্চরণশীল। একে ব্রাউনীয় বল বলে।
4. মাছের পােটকা বা পার্চমেন্ট কাগজ দিয়ে দ্রবণ ও কলয়েডীয় মিশ্রণকে পৃথক করা যায়।
বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম কি?
কলয়েড দ্রবণে যে পদার্থ-কণাগুলি প্রলম্বিত থাকে, তাকে বিস্তৃত দশা এবং যে মাধ্যমে এরা প্রলম্বিত থাকে, তাকে বিস্তার মাধ্যম বলে। যেমন, কুয়াশা (বায়ুতে প্রলম্বিত তরল জল কণা)।
আরো পড়ুন-