সবাত শ্বসন কাকে বলে? সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি?

সবাত শ্বসন কাকে বলে? সবাত শ্বসন ও অবাত  শ্বসনের মধ্যে পার্থক্য কি?

সবাত শ্বসন কাকে বলে?

যে জৈবনিক প্রক্রিয়ায় বায়ুজীবী জীবকোশে শ্বসন বস্তু তথা গ্লুকোজ মুক্ত আণবিক অক্সিজেনের সাহায্যে সম্পূর্ণরূপে জারিত হয়ে শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটে তাকে সবাত শ্বসন বলে।

সবাত শ্বসনের স্থান

সবাত শ্বসন সমস্ত বায়ুজীবী জীবকোশে ঘটে। এর প্রথম পর্যায়টি (গ্লাইকোলাইসিস) কোশের সাইটোপ্লাজমে এবং দ্বিতীয় পর্যায়টি (ক্রেবস চক্র) কোশ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে।

সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ

                          উৎসেচক
C₆H₁₂O₆ + 6O₂  ------------ 6CO₂ + 6H₂O + 686 Kcal 

সবাত শ্বসনের উৎপন্ন পদার্থ

সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হতে 6 অণু অক্সিজেনের দরকার হয়, এই প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি হল CO₂ (6 অণু), H₂O (6 অণু) এবং শক্তি 686 Kcal

সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি?

উঃ সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য হল -
সবাত শ্বসন অবাত শ্বসন
1. সবাত শ্বসন মুক্ত অক্সিজেনের (O₂) উপস্থিতিতে ঘটে। 1. অবাত শ্বসন মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে।
2. শ্বসন বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। 2. শ্বসন বস্তু আংশিক জারিত হয়।
3. সবাত শ্বসনে অধিক পরিমাণে ATP উৎপন্ন হয়। 3.অবাত শ্বসনে স্বল্প পরিমাণে ATP উৎপন্ন হয়।
4. প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক মুক্ত অক্সিজেন। 4. প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেন।
5. সবাত শ্বসন কোশের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে ঘটে। 5. মাইটোকন্ড্রিয়ার বাইরে ঘটে।
6. শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণের ফলে CO₂ এবং H₂O উৎপন্ন হয়। 6. শ্বসনবস্তুর আংশিক জারণের ফলে CO₂, H₂O ছাড়াও অন্যান্য যৌগের সৃষ্টি হয়।
7. সবাত শ্বসন প্রধান তিনটি পর্যায়ে সম্পন্ন হয় গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। 7. অবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পন্ন হয়— গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ।
8. অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহে ঘটে। 8. কিছু অণুজীব, পরজীবী প্রাণী, বীজ প্রভৃতির ক্ষেত্রে ঘটে।
9. পরিবেশের সঙ্গে গ্যাসীয় বিনিময় ঘটে। 9. পরিবেশের সঙ্গে গ্যাসীয় বিনিময় ঘটে না।
আরো পড়ুন-
1. অবাত শ্বসন কাকে বলে? অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ ও স্থান
2. শ্বসন কাকে বলে? শ্বসনের গুরুত্ব ও কাজ কি?
3. সালোকসংশ্লেষ কাকে বলে? সালোকসংশ্লেষের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url