ক্রেবস চক্র কাকে বলে? ক্রেবস চক্রের গুরুত্ব কি?
ক্রেবস চক্র কাকে বলে? ক্রেবস চক্রের গুরুত্ব কি?
যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন উৎসেচকের সাহায্যে বহু জৈব অ্যাসিড উৎপাদনের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে।অ্যাসিটাইল-Co-A ক্রেবস চক্রের সূচনা করে। এটি 4-কার্বনযুক্ত অক্সালাে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 6-কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। বিজ্ঞানী হ্যানস ক্রেবস 1937 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই পদ্ধতিটির বিশদ বর্ণনা দেন বলে এই চক্রকে ক্রেবস চক্র (Krebs Cycle) বলে।
সাইট্রিক অ্যাসিড চক্র কাকে বলে?
ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড বলে ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র (Citric acid cycle) বলে।
ক্রেবস চক্র কে tca cycle বলা হয় কেন?
বা
ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন?
উঃ ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডে তিনটি কার্বক্সিল গ্রুপ (COOH) থাকে বলে একে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র (Tricarboxylic Acid Cycle) বলে।
ক্রেবস চক্রে সহয়ককারী উৎসেচকের নাম কি?
উঃ ক্রেবস চক্রে সহয়ককারী কয়েকটি উৎসেচক হল কো-এনজাইম-A, অ্যাকোনাইটেজ, ফিউম্যারেজ ইত্যাদি।
ক্রেবস চক্রের গুরুত্ব বা ক্রেবস চক্রের তাৎপর্য
(i) ক্রেবস্ চক্র হল শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনাে অ্যাসিড জারণের সাধারণ পথ। জীবকোশে অধিকাংশ বিজারিত সহ উৎসেচক NADH2, FADH2 এই পথে সংশ্লেষিত হয়।
(i) প্রতি অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে ক্রেবস্ চক্র থেকে 20 অণু ATP (প্রচলিত মতে 24 অণু) উৎপন্ন হয়।
(iii) ক্রেবস্ চক্র অপচিতিমূলক বিপাকীয় পথের একটি পর্যায় হলেও এই পথে সংশ্লেষিত বহু জৈব যৌগ উপচিতিমূলক কাজে ব্যবহৃত হয়। তাই একে অ্যাম্ফিবােলিক (amphibolic-pathway) পথও বলা হয়।
(iv) α-কিটোগ্লুটারিক অ্যাসিড ও অক্সলাে অ্যাসিটিক অ্যাসিড নাইট্রোজেন বিপাকের সঙ্গে সরাসরি যােগসূত্র রচনা করে।
(v) সাক্সিনিল CoA ক্লোরােফিল, হিমােগ্লোবিন, সাইটোক্রোম প্রভৃতি যৌগ সংশ্লেষে অংশগ্রহণ করে।
(vi) অক্সালাে অ্যাসিটিক অ্যাসিড পরিমিডিন, অ্যালকালয়েড যৌগ গঠনে অংশগ্রহণ করে।
(vii) ক্রেবস্ চক্রে উৎপন্ন জৈব অ্যাসিডগুলি জৈব অ্যাসিড বিপাকে সক্রিয় অংশগ্রহণ করে।
(viii) গ্রাইঅক্সিলেট চক্রের (Glyoxylate cycle) সঙ্গে যােগসূত্র রচনা করে।
ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
উঃ মাইট্রোকন্ডিয়াতে।
আরো পড়ুন-