মিশ্র পদার্থ ও যৌগিক পদার্থের পার্থক্য লেখ
মিশ্র পদার্থ ও যৌগিক পদার্থের পার্থক্য লেখ।
..
উঃ মিশ্র পদার্থ ও যৌগিক পদার্থের পার্থক্য গুলি হল-
মিশ্র পদার্থ | যৌগিক পদার্থ |
---|---|
(i) মিশ্র পদার্থের উপাদানগুলাের ওজনের অনুপাত নির্দিষ্ট থাকে না। | (i) যৌগিক পদার্থের উপাদানগুলাের ওজনের অনুপাত, নির্দিষ্ট থাকে। |
(ii) মিশ্র পদার্থের মধ্যে ওর উপাদানগুলাের ধর্ম বজায় থাকে। | (ii) যৌগ পদার্থে উপাদানগুলাের ধর্ম বজায় থাকে না। নতুন ধর্মের পদার্থ উৎপন্ন হয়। |
iii) মিশ্র পদার্থের উপাদানগুলােকে সহজ উপায়ে পৃথক করা যায়। |
(iii) যৌগিক পদার্থের উপাদানগুলােকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায় না। কেবল রাসায়নিক উপায়ে পৃথক করা যায়। |
(iv) মিশ্র পদার্থ তৈরির সময় কিছু ক্ষেত্র ছাড়া তাপের উদ্ভব বা শােষণ হয় না। | (iv) যৌগিক পদার্থ তৈরির সময় তাপের উদ্ভব বা শােষণ হবে। |
(v) দ্রবণ ছাড়া অন্যান্য মিশ্র পদার্থ অসমসত্ত্ব। | (v) যৌগিক পদার্থ সমসত্ত্ব। |
(vi) মিশ্র পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে না। | (vi) বিশুদ্ধ যৌগের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক থাকে। |
আরো পড়ুন- 1. জলকে যৌগিক পদার্থ বলা হয় কেন?
4. মিশ্র পদার্থ কাকে বলে? মিশ্র পদার্থের বৈশিষ্ট্য গুলি কি কি?
খুব সুন্দর
Very Nice Solution