বাষ্পমােচন কাকে বলে? বাষ্পমােচনের শর্তগুলি কি কি ?

বাষ্পমােচন কাকে বলে? বাষ্পমােচনের শর্তগুলি কি কি?
উঃ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার মূলদ্বারা শােষিত জলের অপ্রয়ােজনীয় ও অতিরিক্ত অংশ লেন্টিসেলে, কিউটিকল, পত্ররন্ধ ইত্যাদি বায়বীয় অংশের মাধ্যমে (সাধারণত সূর্যালােকের উপস্থিতিতে) দেহ থেকে বাষ্পের আকারে বের করে দেয়, তাকে বাষ্পমােচন বলে।

বিভিন্ন প্রকার বাষ্পমােচন পদ্ধতির নাম উল্লেখ করাে।
বাষ্পমােচন সাধারণত তিনরকম পদ্ধতিতে সম্পন্ন হয় যথা - পত্ররন্ধীয় বাষ্পমােচন, কৃত্তিকাবরণীয় বা কিউটিকল এর মাধ্যমে বাষ্পমােচন ও লেন্টিসেলীয় বাষ্পমােচন।

বাষ্পমােচনের শর্ত
বাষ্পমােচন নিয়ন্ত্রক চারটি শর্ত :
(i) জলশােষণ 
(ii) রসের উৎস্রোত
(iii) পাতায় জলসরবরাহ 
(iv) জলসাম্য নিয়ন্ত্রণ।

আরো পড়ুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url