যৌগিক পদার্থ কাকে বলে উদাহরণ ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য
যৌগিক পদার্থ কাকে বলে উদাহরণ ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য
উত্তরঃ যে পদার্থ দুই বা ততােধিক মৌল নির্দিষ্ট অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় বা যে পদার্থকে বিশ্লিষ্ট করলে ভিন্নধর্মী দুই বা ততােধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে।
যৌগিক পদার্থের উদাহরণ হল জল, চিনি, লবন, অ্যামোনিয়া, চক।
যৌগিক পদার্থের বৈশিষ্ট্য গুলি হল-
(i) দুই বা তার বেশি মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে।
(ii) যৌগিক পদার্থের ধর্ম উপাদানগুলাের ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক।
(iii) যৌগিক পদার্থের উপাদানগুলাে সহজে পৃথক করা যায় না।
(iv) যৌগিক পদার্থ উৎপাদনে তাপ উৎপন্ন হবে বা শোষিত হবে।
(v) যৌগিক পদার্থ সমসত্ত্ব।
(vi) যৌগিক পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্দিষ্ট।
আরো পড়ুন-
1. মিশ্র পদার্থ কাকে বলে ও মিশ্র পদার্থের বৈশিষ্ট্য