সুরযুক্ত শব্দ কাকে বলে? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য লেখ। উহারা কিসের কিসের উপর নির্ভর করে?
সুরযুক্ত শব্দ ও সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য
উঃ স্বনকের নিয়মিত পর্যায় বৃত্ত কম্পনের ফলে উৎপন্ন অপেক্ষাকৃত স্থায়ী শ্রুতিমধুর শব্দকে সুরযুক্ত শব্দ বলে। বেহালা, গিটার, বাঁশির শব্দ সুর যুক্ত শব্দ।
সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি লেখাে। উহারা কীসের কীসের উপর নির্ভর করে?
উত্তরঃ সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য তিনটি -
(i) তীব্রতা বা প্রাবল্য
(ii) তীক্ষ্ণতা
(iii) গুণ বা জাতি।
(i)তীব্রতা: তীব্রতা বা প্রাবল্য নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করেঃ -
(ক) স্বনকের আকারঃ স্বনকের আকার যত বড়াে হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে।
(খ) শ্রোতার দূরত্বঃ উৎস থেকে শ্রোতার দূরত্ব যত বেশি হবে শব্দের প্রাবল্য তত কম হবে।
(গ) মাধ্যমের ঘনত্বঃ শব্দ যে মাধ্যমের মধ্য দিয়ে যাবে তার ঘনত্ব যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে।
(ঘ) মাধ্যমের গতিঃ শব্দের গতি মাধ্যমের গতি অভিমুখে হলে শব্দের প্রাবল্য বেশি হবে।
(ঙ) অনুনাদী বস্তুর উপস্থিতিঃ শব্দের উৎসের কাছে অনুনাদী বস্তু থাকলে স্বনক দ্বারা সৃষ্ট শব্দের প্রাবল্য বাড়ে।
(ii) তীক্ষ্ণতাঃ তীক্ষ্ণতা শব্দের কম্পাঙ্কের উপর নির্ভর করে।
(iii) গুণ বা জাতিঃ স্বরের মধ্যে উপস্থিত উপসুর সংখ্যা ও মূলসুর সংখ্যার উপর নির্ভর করে।
উপরের বর্ণনা থেকে যেসব প্রশ্নের উত্তর করা যেতে পারে-
1. সুরযুক্ত শব্দ কাকে বলে?
2. সুরযুক্ত শব্দের উদাহরণ দাও।
3. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি ও কি কি?
4. সুরযুক্ত শব্দ বৈশিষ্ট্য কিসের কিসের উপর নির্ভর করে?
আরো পড়ুন-
1. শ্রুতিমধুর শব্দের বৈশিষ্ট্য গুলি কি কি?