গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটারের কাজ ও প্রকারভেদ
গ্যালভানােমিটার কি? গ্যালভানোমিটারের কাজ ও প্রকারভেদ
গ্যালভানােমিটার হল একটি তড়িৎ-চুম্বকীয় যন্ত্র যার সাহায্যে তড়িৎবর্তনীতে প্রবাহমাত্রার অস্তিত্ব নির্ধারণ করা যায় এবং প্রবাহমাত্রা পরিমাপও করা যায়। ইটালির বিজ্ঞানী লুইগি গ্যালভানির (Luigi Galvani) নাম অনুসারে এই যন্ত্রের নামকরণ করা হয় গ্যালভানােমিটার।
গ্যালভানােমিটারের কাজ
গ্যালভানােমিটারের সাহায্যে তড়িৎবর্তনীতে প্রবাহমাত্রার অস্তিত্ব নির্ধারণ করা এবং প্রবাহমাত্রা পরিমাপও করা যায়।
গ্যালভানােমিটারের প্রকারভেদ
(i) চল লৌহশলাকা গ্যালভানােমিটারঃ একটি দৃঢ়ভাবে আবদ্ধ তড়িৎবাহী পরিবাহীর কর্তক সৃষ্ট চৌম্বকক্ষেত্রে একটি কাঁচা লােহার টুকরার বিক্ষেপন দ্বারা প্রবাহমাত্রা নির্ণয় করা হয়।
(ii) চল চুম্বক গ্যালভানােনামিটারঃ এক্ষেত্রে একটি দৃঢ়ভাবে আবদ্ধ তড়িৎবাহী কর্তৃক সৃষ্ট চৌম্বকক্ষেত্রে একটি চুম্বক শলাকার বিক্ষেপণ লক্ষ্য করে তড়িৎপ্রবাহ নির্ণয় করা হয়।
(iii) চল কুণ্ডলী গ্যালভানােমিটারঃ এক্ষেত্রে একটি দৃঢ়ভাবে আবদ্ধ স্থায়ী চুম্বক দ্বারা সৃষ্ট চৌম্বকক্ষেত্রে একটি প্রলম্বিত তড়িৎবাহী কুণ্ডলীর বিক্ষেপের সাহায্যে প্রবাহমাত্রা নির্ণয় করা হয়।
(iv) ইলেকট্রো-ডায়নামােমিটারঃ এক্ষেত্রে একটি দৃঢ়ভাবে আবদ্ধ তড়িৎবাহী পরিবাহী কর্তক সৃষ্ট চৌম্বকক্ষেত্রে একটি প্রলম্বিত তড়িৎবাহী কুণ্ডলীর বিক্ষেপের সাহায্যে প্রবাহমাত্রা নির্ণয় করা হয়।
উপরােক্ত প্রত্যেকটি গ্যালভানােমিটারের সুবিধা-অসুবিধা সবই আছে, তবে চলকুণ্ডলী গ্যালভানােমিটারই ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
উপরের বর্ণনা থেকে যেসব প্রশ্ন উত্তর করা যেতে পারে-
1. গ্যালভানোমিটার কাকে বলে?
2. গ্যালভানোমিটার এর কাজ কি?
3. গ্যালভানোমিটার কত প্রকার?
4. কার নাম অনুসারে গ্যালভানোমিটার আবিষ্কৃত হয়?
5. গ্যালভানোমিটার কে আবিষ্কার করেন?
উঃ প্রথম গ্যালভানোমিটার আবিষ্কার করে জোহান শোইগার (Johann Schweigger) 1820 সালে।
আরো পড়ুন-
1. অ্যামিটার ও ভোল্টামিটার কি? অ্যামিটার ও ভোল্টমিটার এর পার্থক্য
2. সাবেক ক্রিয়া কাকে বলে।
3. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম
4. ওহমের সূত্র