বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা
এই ধরনের প্রশ্ন হয়ে থাকে-
1. অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি?
উঃ দেহতল
মনে রাখবে, অ্যামিবার রেচন অঙ্গের নাম সংকোচী গহবর
2.ব্যাঙাচির শ্বাস অঙ্গের নাম কি?
উঃ বহিঃফুলকা
3. মশার শ্বাস অঙ্গের নাম কি?
উঃ ট্রাকিয়া
4. কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি?
উঃ দেহ ত্বক
5. রুই মাছের শ্বাস অঙ্গের নাম কি?
উঃ ফুলকা
6. ফড়িং এর শ্বাস অঙ্গের নাম কি?
উঃ ট্রাকিয়া ( পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাস অঙ্গের নাম ট্রাকিয়া)
7. ডলফিন এর শ্বাস অঙ্গের নাম কি?
উঃ ফুসফুস।
8. তিমির শ্বাস অঙ্গের নাম কি?
উঃ ফুসফুস
9. রাজ কাঁকড়ার শ্বাস অঙ্গের নাম কি?
উঃ বুকগিল বা বই-ফুলকা।
10. মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি?
উঃ বুক লাঙ বা বই-ফুসফুস।
নিম্নে বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা দেওয়া হলো-
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা
প্রাণীর নাম | শ্বাস অঙ্গের নাম |
---|---|
1. অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা | 1. উল্লেখযোগ্য শ্বাস অঙ্গ থাকে না তবে এরা দেহতল দ্বারা শ্বাসবায়ুর আদান-প্রদানে বিশেষ ভূমিকা গ্রহণ করে। |
2. কেঁচো, জোঁক | 2. সুনির্দিষ্ট শ্বাস অঙ্গ থাকে না তবে দেহত্বক বা চামড়া শ্বসনে অংশগ্রহণ করে। |
3. পতঙ্গ শ্রেণীর প্রাণী যেমন- আরশোলা, প্রজাপতি, ফড়িং ইত্যাদি। | 3. 10 জোড়া শ্বাস ছিদ্র এবং ট্রাকিয়া বা শ্বাসনালি। |
4. মাকড়সা, কাঁকড়াবিছে | 4. বুক লাঙ বা বই ফুসফুস |
5. শামুক, ঝিনুক | 5. ফুলকা, পালমোনারি স্যাক, টিনিডিয়া। |
6. স্থল শামুক | 6. পালমোনারি থলি। |
7. হলোথুরিয়া | 7. শ্বাসবৃক্ষ। |
8. কন্টকত্বকী প্রাণী | 8. জল ফুসফুস। |
9. চিংড়ি, রাজকাঁকড়া | 9. বুকগিল বা বই-ফুলকা। |
10. মাছ | 10. ফুলকা |
11. কই, মাগুর, শিঙি | 11. ফুলকা, অতিরিক্ত শ্বাসযন্ত্র |
12. ব্যাঙাচি | 12. বহিঃফুলকা |
13. ব্যাঙ ( উভচর) | 13. ফুসফুস, চামড়া, মুখবিবর - গলবিলের মিউকাস পর্দা |
14. মশার লার্ভা | 14. শ্বাসনালী ফুলকা। |
15. সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী ( টিকটিকি, তিমি) | 15. ফুসফুস। |
16. মানুষ | 16. ফুসফুস |
আরো পড়ুন-
1. বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম
2. মানুষের বিভিন্ন বিষয়ে তথ্য