বাষ্পায়ন কাকে বলে ও বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে

বাষ্পায়ন ও বাষ্পায়নের হার

বাষ্পায়ন কাকে বলে?
উঃ যে-কোনাে তাপমাত্রায় তরলের উপরিতল থেকে তরল ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাস্পায়ন বলে।

তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তরঃ তরলের বাস্পায়নের হার নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে-
(i) তরলের উপর তলের ক্ষেত্রফলঃ তরলের উপর তলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পীভবন তত বেশি হবে।
(i) তরলের প্রকৃতি : তরলের স্ফুটনাঙ্ক ঘরের তাপমাত্রার যত কাছাকাছি হবে সেই তরল খােলা পাত্রে রাখলে তত বেশি বাষ্পীভূত হবে।
(iii) তরলের উপর চাপ : তরলের উপর বায়ুমণ্ডলের চাপ যত বেশি হবে বাস্পায়ন তত কম হবে।
(iv) বায়ুর শুষ্কতাঃ বায়ু যত শুষ্ক হবে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত বেশি হবে ফলে বাষ্পয়ন দ্রুত হবে।
(v) বায়ু চলাচলঃ তরলের উপর বায়ুপ্রবাহ হতে থাকলে বাম্পায়ন দ্রুত হয়।
(vi) তরল এবং পারিপার্শ্বিকের উষ্ণতাঃ তরল ও পারিপার্শ্বিকের উষ্ণতা বাড়লে বাম্পায়ন আরও দ্রুত হয়।

আরো দেখুন-
1. পদার্থের গলনাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে?
2. পদার্থের স্ফুটনাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে?
Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous May 16, 2024 at 12:03 PM

    Thanks 🙏

  • Anonymous
    Anonymous November 24, 2024 at 7:44 PM

    খুব ভাল লাগল

Add Comment
comment url