প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য
প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য
বৈশিষ্ট্য | প্রোক্যারিওটিক কোশ বা আদি কোশ | ইউক্যারিওটিক কোশ বা আদর্শ কোশ বা প্রকৃত কোশ |
---|---|---|
1. আকার | প্রােক্যারিওটিক কোশ তুলনামূলকভাবে ছােট (1-10μm)। | ইউক্যারিওটিক কোশ তুলনামূলকভাবে বড় (5-100μm)। |
2. প্রকৃতি | প্রােক্যারিওটিক কোশ কোশ অনুন্নত এবং সরল। | ইউক্যারিওটিক কোশ উন্নত ও অপেক্ষাকৃত জটিল। |
3. নিউক্লিয় পর্দার উপস্থিতি | নিউক্লিয়াস অঞ্চলটি (নিউক্লয়েড)নিউক্লিয় পর্দা (নিউক্লিয়ার মেমব্রেন) দিয়ে ঘেরা নয়। | নিউক্লিয়াস অঞ্চলটি নিউক্লিও পর্দা দিয়ে ঘেরা। |
4. ক্রোমোজোমের সংখ্যা | এই কোশে একটি মাত্র ক্রোমােজোম থাকে। | এই কোশে একাধিক ক্রোমােজোম থাকে। |
5. নিউক্লিওলাসের উপস্থিতি | এই কোশে নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না। | এই কোশে নিউক্লিয়াসে নিউক্লিওলাস উপস্থিতি থাকে। |
6. পর্দা ঘেরা কোশ অঙ্গাণু উপস্থিতি | এই কোশে রাইবােজোম নামে পর্দাবিহীন কোশঅঙ্গাণু থাকে। | এই কোশে পর্দাঘেরা কোশ অঙ্গাণুগুলি থাকে। |
7. রাইবোজোম | 70S প্রকৃতির। | 80S প্রকৃতির। |
8. কোশ বিভাজন | বিভাজন, উপবৃদ্ধি অথবা কোরকোদগম পদ্ধতিতে কোশ বিভাজন হয়। | মাইটোসিস কিংবা মিয়ােসিস পদ্ধতিতে কোশ বিভাজন হয়। |
উপরের বর্ণনা থেকে যেসব প্রশ্নের উত্তর করা যেতে পারে-
1. আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লেখো।
2. প্রোক্যারিওটিক কোশ ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য লেখ।