জলকে যৌগিক পদার্থ বলা হয় কেন ?
জল যৌগিক পদার্থ
উত্তরঃ জলকে যৌগিক পদার্থ বলা হয় কারণ—(i) জলের উপাদান হাইড্রোজেন ও অক্সিজেনের ওজনগত অনুপাত 1: 8 নির্দিষ্ট।
(ii) জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্ম বজায় থাকে না। জলের ধর্ম অক্সিজেন ও হাইড্রোজেনের ধর্ম থেকে পৃথক।
(iii) সহজ উপায়ে জল থেকে অক্সিজেন ও হাইড্রোজেনকে পৃথক করা যায় না।
(iv) অক্সিজেন ও হাইড্রোজেনের রাসায়নিক মিলনে সর্বদা তাপের উদ্ভব হয়।
(v) বিশুদ্ধ জল সমসত্ত্ব।
(vi) বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100°C, হিমাঙ্ক 0°C নির্দিষ্ট।
উপরে থেকে যেসব প্রশ্ন গুলি করা যেতে পারে
1. পানি যৌগিক পদার্থ কেন?
2. পানি কি জাতীয় পদার্থ।
3. জল কি জাতীয় পদার্থ?
4. পানিকে যৌগিক পদার্থ বলা হয় কেন?
আরো পড়ুন-
5. ব্যারোমিটার কাকে বলে? ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়।