বিপরীত শব্দ কাকে বলে? বিপরীত শব্দ কয় প্রকার ও কি কি? ও বিপরীত শব্দের তালিকা
বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ
উত্তরঃ যে শব্দের সাহায্যে অন্য কোনাে শব্দের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বলে বিপরীত শব্দ।
উদাহরণঃ অমৃত - গরল, শুভ - অশুভ, ভালাে - মন্দ
2. বিপরীত শব্দ কয় প্রকার ও কি কি?
উঃ বিপরীত শব্দ চার প্রকারের হতে পারে।
যেমন—1. নিষেধাৰ্থক উপসর্গ যােগে,
2. বিপরীতার্থক উপসর্গ যােগে,
3. নঞ বা না-সূচক অব্যয়ের সঙ্গে যুক্ত হয়ে,
4. সম্পূর্ণ ভিন্ন শব্দ প্রয়ােগ করে।
3. বিপরীত শব্দের প্রয়ােজনীয়তা কী ?
উত্তরঃ রচনার সৌন্দর্য সৃষ্টির জন্য বিপরীতার্থক শব্দ ব্যবহারের প্রয়ােজন হয়।
4. কয়েকটি বিপরীত শব্দের তালিকা
ক) সম্পূর্ণ ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে বিপরীত শব্দ গঠন
শব্দ | বিপরীত শব্দ | শব্দ | বিপরীত শব্দ |
---|---|---|---|
অগ্র | পশ্চাৎ | কম | বেশি |
অনুকূল | প্রতিকূল | ক্ষুদ্র | বৃহৎ |
অমৃত | গরল | তরল | কঠিন |
অধমর্ণ | উত্তমর্ণ | দীর্ঘ | হ্রস্ব |
অহংকার | বিনয় | ধনী | দরিদ্র |
অন্তর | বাহির | নিত্য | অনিত্য |
ইহলোক | পরলোক | পাপ | পুণ্য |
কঠিন | কোমল | ভয় | সাহস |
খ) নঞর্থক অব্যয়ের ব্যবহারে বিপরীত শব্দের তালিকা-
.
শব্দ | বিপরীত শব্দ | শব্দ | বিপরীত শব্দ |
---|---|---|---|
অলস | অনলস | জ্ঞাত | অজ্ঞাত |
আগত | অনাগত | ঋণী | অঋণী |
উচিত | অনুচিত | পটু | অপটু |
কৃতজ্ঞ | অকৃতজ্ঞ | ভদ্র | অভদ্র |
খাদ্য | অখাদ্য | ভাব | অভাব |
চেতন | অচেতন | সহনীয় | অসহনীয় |
খ্যাতি | অখ্যাতি | প্রিয় | অপ্রিয় |
জ্ঞান | অজ্ঞান | শুদ্ধ | অশুদ্ধ |
কৃত্রিম | অকৃত্রিম | সামান্য | অসামান্য |
(গ) উপসর্গ যোগে বিভিন্ন প্রকার বিপরীত শব্দের তালিকা-
..
.
শব্দ | বিপরীত শব্দ | শব্দ | বিপরীত শব্দ |
---|---|---|---|
দান | প্রতিদান | স্মরণ | বিস্মরণ |
যোগ | বিয়োগ | বাদী | বিবাদী |
জয় | পরাজয় | ধনী | নির্ধন |
গমন | আগমন | ঘাট | প্রতিঘাত |
গত | আগত | মান | অপমান |
অর্পণ | প্রত্যর্পণ | আশা | নিরাশা |
আরো গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের তালিকা
..
শব্দ | বিপরীত শব্দ | শব্দ | বিপরীত শব্দ |
---|---|---|---|
স্মৃতি | বিস্মৃতি | কুখ্যাত | সুখ্যাত |
জাগরণ | নিদ্রা | কাঁচা | পাকা |
হাসি | কান্না | বিষণ্ন | প্রসন্ন |
যশ | অপযশ | অর্পণ | গ্রহণ |
কঠিন | কোমল | খোলা | ঢাকা |
উষ্ণ | শীতল | ইতর | ভদ্র |
আরো পড়তে- 1. লিঙ্গ কয় প্রকার কি কি? উদাহরণ দাও