বিপরীত শব্দ কাকে বলে? বিপরীত শব্দ কয় প্রকার ও কি কি? ও বিপরীত শব্দের তালিকা

বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ

1. বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ কাকে বলে ?
উত্তরঃ যে শব্দের সাহায্যে অন্য কোনাে শব্দের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বলে বিপরীত শব্দ।
উদাহরণঃ অমৃত - গরল, শুভ - অশুভ, ভালাে - মন্দ
2. বিপরীত শব্দ কয় প্রকার ও কি কি?
উঃ বিপরীত শব্দ চার প্রকারের হতে পারে। 
যেমন—1. নিষেধাৰ্থক উপসর্গ যােগে, 
2. বিপরীতার্থক উপসর্গ যােগে, 
3. নঞ বা না-সূচক অব্যয়ের সঙ্গে যুক্ত হয়ে, 
4. সম্পূর্ণ ভিন্ন শব্দ প্রয়ােগ করে।
3. বিপরীত শব্দের প্রয়ােজনীয়তা কী ?
উত্তরঃ রচনার সৌন্দর্য সৃষ্টির জন্য বিপরীতার্থক শব্দ ব্যবহারের প্রয়ােজন হয়।
4. কয়েকটি বিপরীত শব্দের তালিকা
ক) সম্পূর্ণ ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে বিপরীত শব্দ গঠন
শব্দ বিপরীত শব্দ শব্দ বিপরীত শব্দ
অগ্র পশ্চাৎ কম বেশি
অনুকূল প্রতিকূল ক্ষুদ্র বৃহৎ
অমৃত গরল তরল কঠিন
অধমর্ণ উত্তমর্ণ দীর্ঘ হ্রস্ব
অহংকার বিনয় ধনী দরিদ্র
অন্তর বাহির নিত্য অনিত্য
ইহলোক পরলোক পাপ পুণ্য
কঠিন কোমল ভয় সাহস
.
 খ) নঞর্থক অব্যয়ের ব্যবহারে বিপরীত শব্দের তালিকা-
শব্দ বিপরীত শব্দ শব্দ বিপরীত শব্দ
অলস অনলস জ্ঞাত অজ্ঞাত
আগত অনাগত ঋণী অঋণী
উচিত অনুচিত পটু অপটু
কৃতজ্ঞ অকৃতজ্ঞ ভদ্র অভদ্র
খাদ্য অখাদ্য ভাব অভাব
চেতন অচেতন সহনীয় অসহনীয়
খ্যাতি অখ্যাতি প্রিয় অপ্রিয়
জ্ঞান অজ্ঞান শুদ্ধ অশুদ্ধ
কৃত্রিম অকৃত্রিম সামান্য অসামান্য
(গ) উপসর্গ যোগে বিভিন্ন প্রকার বিপরীত শব্দের তালিকা- ..
শব্দ বিপরীত শব্দ শব্দ বিপরীত শব্দ
দান প্রতিদান স্মরণ বিস্মরণ
যোগ বিয়োগ বাদী বিবাদী
জয় পরাজয় ধনী নির্ধন
গমন আগমন ঘাট প্রতিঘাত
গত আগত মান অপমান
অর্পণ প্রত্যর্পণ আশা নিরাশা
আরো গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের তালিকা
শব্দ বিপরীত শব্দ শব্দ বিপরীত শব্দ
স্মৃতি বিস্মৃতি কুখ্যাত সুখ্যাত
জাগরণ নিদ্রা কাঁচা পাকা
হাসি কান্না বিষণ্ন প্রসন্ন
যশ অপযশ অর্পণ গ্রহণ
কঠিন কোমল খোলা ঢাকা
উষ্ণ শীতল ইতর ভদ্র
..
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url