কৌণিক দূরত্ব কী ? কীভাবে কৌণিক দূরত্বের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় ?
কৌণিক দূরত্ব কী ও কৌণিক দূরত্বের সাহায্যে অক্ষাংশ নির্ণয়
উত্তরঃ গােলাকার পৃথিবীর কোনাে স্থান নিরক্ষরেখা বা মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলে। অর্থাৎ নিরক্ষরেখা বা মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণকেই কৌণিক দূরত্ব বলে।
পৃথিবীর পূর্ব-পশ্চিমে বেষ্টিত কাল্পনিক রেখাকে বলে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উত্তর-দক্ষিণে অবস্থিত কোনাে স্থান হতে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পিত রেখা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন হয় তাকে অক্ষাংশ বলে। নিরক্ষরেখার উত্তরে অবস্থিত অক্ষাংশকে উত্তর অক্ষাংশ ও দক্ষিণে অবস্থিত অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ বলে।
আরো পড়তে-