আফ্রিকা মহাদেশ প্রশ্ন উত্তর

আফ্রিকা মহাদেশ প্রশ্ন উত্তর

1. কটি রাষ্ট্র নিয়ে আফ্রিকা মহাদেশ গঠিত?
উত্তরঃ 53টি রাষ্ট্র নিয়ে আফ্রিকা মহাদেশ গঠিত।
2. আফ্রিকা মহাদেশের কোনদিকে ভারত মহাসাগর অবস্থিত ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের পূর্বদিকে ভারত মহাসাগর অবস্থিত।
3. পৃথিবীর স্থলভাগের কত শতাংশে আফ্রিকা মহাদেশ অবস্থিত ?
উত্তরঃ পৃথিবীর স্থলভাগের শতকরা ২০ শতাংশে আফ্রিকা মহাদেশ অবস্থিত।
4. আফ্রিকার উত্তরে কোন মহাসাগর অবস্থিত ?
উত্তরঃ আফ্রিকার উত্তরে ভূমধ্যসাগর মহাসাগর অবস্থিত।
5. পৃথিবীর মহাদেশগুলির মধ্যে আফ্রিকার স্থান কত?
উত্তরঃ পৃথিবীর মহাদেশগুলির মধ্যে আফ্রিকার স্থান দ্বিতীয়।
6. মাউন্ট কিলিমাঞ্জারের উচ্চতা কত ?
উত্তরঃ মাউন্ট কিলিমাঞ্জারাের উচ্চতা 5895 মিটার।
7. পৃথিবীর উষ্ণতম মহাদেশ কাকে বলে ?
উত্তরঃ পৃথিবীর উষ্ণতম মহাদেশ আফ্রিকাকে বলে।
8. আফ্রিকা মহাদেশের জলবায়ু কেমন ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের জলবায়ু উষ্ম, শুষ্ক এবং চরম প্রকৃতির।
9. ভিক্টোরিয়া কী ?
উত্তরঃ ভিক্টোরিয়া হল আফ্রিকা মহাদেশের একটি হ্রদ।
10. আফ্রিকা মহাদেশের আয়তন কত ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের আয়তন 3 কোটি 4 লক্ষ 20 হাজার বর্গকিমি।
11. আফ্রিকা মহাদেশের শীতলতম স্থানের নাম কী ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের শীতলতম স্থান মরক্কোর ইফরান।
12. আফ্রিকা মহাদেশকে আগে কী মহাদেশ বলা হত ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত।
13. সাহারা মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
14. কোন প্রণালী ইউরােপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে ?
উত্তরঃ জিব্রাল্টার প্রণালী ইউরােপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
15. কোন খাল আফ্রিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে ?
উত্তরঃ সুয়েজ খাল আফ্রিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে।
16. আফ্রিকা মহাদেশের শিল্পের বিকাশ ঘটেনি কেন ?
উত্তরঃ কয়লা ও লৌহ আকরিকের অভাবে এই মহাদেশে শিল্পের বিকাশ ঘটেনি।
17. আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম নীলনদ।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

1. আফ্রিকা মহাদেশের সীমানা নির্দেশ করাে।
উত্তরঃ আফ্রিকা মহাদেশের উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে লােহিত সাগর ও ভারত মহাসাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
2. কোন কোন রেখা আফ্রিকা মহাদেশের ওপর বিস্তৃত ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে মূলমধ্যরেখা, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা বিস্তৃত। তাই এই মহাদেশে ভৌগােলিক বৈচিত্র্যও লক্ষ করা যায়।
3. পূর্ব আফ্রিকার বিশাল গ্ৰস্ত উপত্যকার ভৌগােলিক বিবরণ দাও।
উত্তরঃ এই বিশাল গ্ৰস্ত উপত্যকাটি 3500 মাইল দীর্ঘ এবং দক্ষিণে মােজাম্বিক হতে উত্তরে লােহিত সাগর পর্যন্ত বিস্তৃত। এখানে কতকগুলাে আগ্নেয়গিরি অবস্থিত। এদের মধ্যে মাউন্ট কিলিমাঞ্জারাে (5796 মি), মাউন্ট এলপান (4253 মি), মাউন্ট কেনিয়া (5112 মি) উল্লেখযােগ্য। এই গ্রস্ত উপত্যকার গভীর অংশে কয়েকটি হ্রদ আছে ; যেমন—নিয়াসা হ্রদ, ট্যাঙ্গানিকা হ্রদ, কিভু হ্রদ, এডওয়ার্ড হ্রদ, এলবার্ট হ্রদ, টানা হ্রদ ইত্যাদি। গ্রস্ত উপত্যকার পশ্চিমে উগান্ডা ও ট্যাঙ্গানিকা রাষ্ট্রের মধ্যে রয়েছে মনােরম ভিক্টোরিয়া হ্রদ।

4. আফ্রিকা মহাদেশের জীবজন্তুর পরিচয় দাও।
উত্তরঃ আফ্রিকা মহাদেশে বেশি হিংস্র জন্তু দেখা যায়। বাঘ, সিংহ, বুনাে শূওর, এছাড়া বানর, শিম্পাঞ্জী, গেরিলা, বুনাে মােষ, হাতি, জিরাফ, বিভিন্ন ধরনের বিষধর সাপ দেখা যায়।

5. আফ্রিকা মহাদেশে শিল্পের সমাবেশ ঘটেনি কেন ?
উত্তর। আফ্রিকা মহাদেশে শিল্পের কাঁচামাল ও শক্তি সম্পদের প্রাচুর্য বেশি নেই। যেমন—লৌহ আকরিকের এবং কয়লার অভাব এখানে দেখা যায় ; তাই শিল্পের সমাবেশ ঘটেনি। এছাড়া আয়তনের তুলনায় লােকসংখ্যাও কম।

6. আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত কেন ?
উত্তরঃ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলেও উনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত আফ্রিকা মহাদেশের সম্বন্ধে আমাদের অজানা ছিল, কারণ বন্ধুর ভূপ্রকৃতি, ভয়ঙ্কর হিংস্র জন্তু, গহন অরণ্যের জন্য সেখানে যেতে সবারই ভয় ছিল।

Next Post Previous Post
1 Comments
  • Arman Hossain
    Arman Hossain June 24, 2022 at 10:31 AM

    খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট

Add Comment
comment url