সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর

সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর

1. কোন বিজ্ঞানী প্রথম ফটোসিন্থেসিস শব্দটি প্রচলন করেন?
উঃ 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস (Barnes) সালোকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস শব্দটি প্রচলন করেন।
2. কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে জল থেকেই
উদ্ভিদের খাদ্য প্রস্তুত হয়?
উঃ ভ্যান হেলমন্ট প্রমাণ করেন জল থেকে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে।
3. দুটি ইলেকট্রন বাহকের উদাহরণ দাও। 
উঃ সালোকসংশ্লেষে ইলেকট্রন বাহকগুলি হল প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, NADP+
4. সালােকসংশ্লেষের সময় গাছ বায়ুর CO2 গ্যাস গ্রহণ করে কোন্ বিজ্ঞানীর উক্তি?
উঃ বিজ্ঞানী জ্যা নেবিয়ে।
5. কোন্ বিজ্ঞানী প্রমাণ করেন যে সালােকসংশ্লেষের মাধ্যমেই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ?
উঃ রবার্ট ফন মেয়ার।
6. হিল বিক্রিয়া বা ফটোলাইসিস প্রক্রিয়াটি কে প্রথম পর্যবেক্ষণ করেন?
উঃ বিজ্ঞানী রোবিন হিল।
7. কোন্ বিজ্ঞানী সালােকসংশ্লেষের
অন্ধকার বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেন?
উঃ বিজ্ঞানী ব্ল্যাকম্যান।
8. সালােকসংশ্লেষ কখন হয়?
উঃ সালােকসংশ্লেষ দিনের বেলায় হয়।
9. উদ্ভিদ দেহের কোথায় সালােক সংশ্লেষ ঘটে? 
উঃ পাতায়।
10. সালােকসংশ্লেষে অক্ষম দুটি উদ্ভিদের নাম কর।
উঃ সমস্ত রকম ছত্রাক, স্বর্ণলতা।
11. সালােকসংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর
নাম কর।
উঃ রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম
12. কোন উদ্ভিদের কাণ্ডে সালােকসংশ্লেষ হয় ?
উঃ পুঁই, ফনিমনসা, লাউ, কুমড়ো
13. কোন উদ্ভিদের মূলে সালােকসংশ্লেষ হয় ?
উঃ গুলঞ্চ, অর্কিড
14. উদ্ভিদ দেহে সালােকসংশ্লেষের বিপরীত জৈবিক প্রক্রিয়াটি কি?
উঃ শ্বসন।
15. উদ্ভিদদেহে সালােকসংশ্লেষের প্রধান
স্থান কোনটি?
উঃ পাতা।
16. সালােকসংশ্লেষ কি জাতীয় বিপাক?
উঃ  উপচিতি বিপাক।
17. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় কি জাতীয় খাদ্য উৎপন্ন হয়?
উঃ শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ।
18. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে কোন উপাদানের প্রয়ােজন?
উঃ জল এবং কার্বন ডাই অক্সাইড
19. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন্ উপাদানটি সৌরশক্তি শােষণ করে?
উঃ ক্লোরোফিল।
 20. সালােকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য ক্লোরােফিল সূর্যালােকের কি শােষণ করে তেজোময় বা সক্রিয় হয়?
উঃ সৌরশক্তি
 21. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় ADP কে ATP
তে পরিণত করার জন্য কোন উপাদানের প্রয়ােজন হয় ?
উঃ সৌরশক্তি
22. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত
হয়ে কোন যৌগের মধ্যে আবদ্ধ হয়? 
উঃ ATP ( অ্যাডিনোসিন ট্রাই ফসফেট)
23. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় চারটি প্রাথমিক উপাদান কি কি?
উঃ জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল সালোকসংশ্লেষের প্রধান উপাদান।
24. সালােকসংশ্লেষে সাহায্যকারী দুটি কোএনজাইমের উদাহরণ দাও। 
উঃ ADP ( অ্যাডিনোসিন ডাই ফসফেট), NADP ( নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট), এবং RuDP সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্যকারী উপাদান।
25. নিমজ্জিত জলজ উদ্ভিদ কোথা থেকে CO2 গ্যাস শােষণ করে?
উঃ সম্পর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদরা তাদের সমগ্র দেহতল দিয়ে জলে দ্রবীভূত কার্বন-ডাই-অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে।
 26. সালােকসংশ্লেষে উৎপন্ন O2 গ্যাসের উৎস কি?
উঃ কার্বন ডাই অক্সাইড।
27. সবুজ উদ্ভিদে দিনের বেলায় কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হয় কি?
উঃ হয় কারণ সবুজ উদ্ভিদ দিনের বেলায় শ্বসন ক্রিয়া চলে।
 28. পরাশ্রয়ী উদ্ভিদরা সালােকসংশ্লেষের জন্য কোথা থেকে তাদের প্রয়ােজনীয় জল পায়?
উঃ বায়ুমণ্ডলের জলীয় বাষ্প থেকে।
29. পরাশ্রয়ী উদ্ভিদরা কিসের সাহায্যে বায়ু থেকে জলীয় বাষ্প গ্রহণ করে?
উঃ বায়বীয় মূল দ্বারা।
30. উদ্ভিদের সালােকসংশ্লেষকারী অঙ্গ কোনটি?
উঃ সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ পাতা।
31. উদ্ভিদের সালােকসংশ্লেষকারী অঙ্গাণু কোনটি?
উঃ ক্লোরোপ্লাস্ট
32. সালােকসংশ্লেষকারী রঞ্জক কোনটি ?
উঃ ক্লোরোফিল।
33. ক্লোরােফিলের মৌলিক উপাদানগুলি কি কি?
উঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম।
34. শ্বেতসার বা গ্লুকোজের মৌলিক উপাদানগুলি কি কি?
উঃ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন।
35. ক্লোরােফিল মধ্যস্থ রঞ্জকগুলি কি কি?
উঃ ক্লোরোফিল -a, ক্লোরোফিল- b, ক্যারোটিন, জ্যান্থোফিল
36. কোন কোন খনিজের অভাবে ক্লোরােফিল বিনষ্ট হয় এবং তখন উদ্ভিদদেহে কি লক্ষণ প্রকাশ পায় ? 
উঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম এর কোন একটি উপাদান অভাব হলে ক্লোরোফিল নষ্ট হয় এবং উদ্ভিদের সবুজ অংশ হলুদ হয়ে যায় এই অবস্থাকে ক্লোরোসিস বলে।
37. কোন ব্যাকটিরিয়া সালােকসংশ্লেষে সক্ষম?
উঃ রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, ক্লোরোবিয়াম
38. ব্যাকটিরিয়াস্থিত ক্লোরােফিলকে কি বলে?
উঃ ব্যাকটিরিওক্লোরোফিল বলে।
39. কোন পদার্থকে হিল বিকারক বলে? 
উঃ হাইড্রোজেন গ্রহণকারী পদার্থকে ( NADP+) হিল বিকারক বলে।
40. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রহণকারী পদার্থ কোনটি? 
উঃ NADP+
41. সালােকসংশ্লেষে উৎপন্ন প্রথম কার্বন জাতীয় স্থায়ী যৌগটি কি? 
উঃ ফসফোগ্লিসারিক অ্যাসিড ( PGA)
42. কোন উদ্ভিদদেহে সবচেয়ে বেশী সালােকসংশ্লেষ হয় ?
উঃ ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে।
43. পৃথিবীর যাবতীয় শ্বেতসার জাতীয় খাদ্যের কার্বনের উৎস কি? 
উঃ কার্বন ডাই অক্সাইড।
44. সালােকসংশ্লেষের সময় উদ্ভিদ জল থেকে কি সংগ্রহ করে ? 
উঃ হাইড্রোজেন এবং অক্সিজেন।
45. সালােকসংশ্লেষের দুটি বাহ্যিক শর্ত বা প্রভাবক কি কি? 
উঃ আলো, কার্বন-ডাই-অক্সাইড, জল, উষ্ণতা, অক্সিজেন
46. সালােকসংশ্লেষের দুটি আভ্যন্তরীণ শর্ত কি কি? 
উঃ ক্লোরোফিল, উৎসেচক, প্রোটোপ্লাজম
47. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রতি গ্রাম অণু গ্লুকোজে কত ক্যালরি শক্তি আবদ্ধ হয়? 
উঃ 686 কিলোক্যালরি শক্তি আবদ্ধ হয়।
48. সম্পূর্ণ নাম কি? ADP, ATP, NADP, PGA, PGAID, RUDP. 
উঃ ADP সম্পূর্ণ নাম অ্যাডিনোসিন ডাই ফসফেট
ATP সম্পূর্ণ নাম অ্যাডিনোসিন ট্রাই ফসফেট
NADP Full form নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট।
PGA এর সম্পূর্ণ নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড
PGAID এর সম্পূর্ণ নাম ফসফোগ্লিসারাল ডিহাইড
RUDP এর সম্পূর্ণ নাম রাইবিউলোজ ডাই ফসফেট।
49. সালােকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদ অঙ্গে কিরূপে সঞ্চিত থাকে? 
উঃ শ্বেতসার রূপে।
50. সাধারণত কত ডিগ্রী উষ্ণতা বা তাপমাত্রায় সালােকসংশ্লেষের ক্রিয়া সবচেয়ে ভাল হয়? 
উঃ 25°C থেকে 37° C তাপমাত্রায় সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয়।
51. কোন বিজ্ঞানী বলেন যে উদ্ভিদের খাদ্য প্রস্তুতের জন্য জল এবং কার্বন ডাই অক্সাইডের প্রয়ােজন?
উঃ ইজেন হাউজ ( Ingen House). ( এই উত্তরটা কনফিউজ আছে উত্তর ভুল হলে কমেন্টে জানাবে)
52. উদ্ভিদ প্রােটিন সংশ্লেষ করতে পারে কি?
উঃ পারে। ডাল, সয়াবিন, বীন,গম ইত্যাদিতে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়।
53. এনার্জি কারেন্সি কাকে বলে?
উঃ ATP কে।

সালোকসংশ্লেষের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. ফটোসিন্থেসিস কাকে বলে?
 যে কৌশলে উদ্ভিদের সবুজ কোষে আলােকের ফোটন কণা গ্রহণ করে আলােক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং উৎপন্ন খাদ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় তাকে সালােকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস বলে।
2. ফোটোলাইসিস কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় সূর্যালােকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরােফিল কর্তৃক জল হাইড্রোজেন (H+) এবং হাইড্রক্সিল (OH) আয়নে বিশ্লিষ্ট হয় তাকে, অর্থাৎ জলের আয়নীকরণকে ফটোলাইসিস বলে।
        সূর্যালোক
H₂O ________ H⁺ + OH⁻
3. ফটোফসফোরাইলেশন কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় সূর্যালােকের উপস্থিতিতে অ্যাডিনােসিন ডাই-ফসফেট (ADP) থেকে উচ্চ শক্তিসম্পন্ন যৌগ, অ্যাডিনােসিন ট্রাই-ফসফেট (ATP) গঠিত হয়, তাকে ফটোফসফোরাইলেশন বা আলােক-ফসফোরীভবন বলে।
          সূর্যালোক
ADP __________→ ATP
               iP
4. কার্বন অ্যাসিমিলেশন কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের কার্বন কোষস্থ যৌগে (গ্লুকোজে) অঙ্গীভূত হয়, তাকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে।
5. সালােকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে কেন?
উঃ সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের কার্বন বা অঙ্গার গ্লুকোজ (C₆H₁₂O₆) গঠনের জন্য ব্যবহৃত হয়। বায়ুমণ্ডলের CO₂ থেকে কোষস্থ যৌগে অঙ্গারের আত্তীকরণকে অঙ্গার আত্তীকরণ বলে। অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়াটি সালােকসংশ্লেষের সময় ঘটে বলে সালােকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে।
6. হিল বিক্রিয়া কাকে বলে?
উঃ 1940 খ্রীষ্টাব্দে বিজ্ঞানী রােবিন হিল কোষ থেকে সংগৃহীত ক্লোরােপ্লাস্ট, হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেট [A] এবং জলের মিশ্রণে আলােক প্রয়ােগ করে দেখান যে, পটাশিয়াম ফেরিক অক্সালেট বিজারিত হয়ে পটাশিয়াম ফেরাস অক্সালেটে পরিণত হয় এবং অক্সিজেন নির্গত হয়। এই বিক্রিয়াটিকে হিল বিক্রিয়া বলে।
                      সূর্যালোক
2H₂O + 2A ___________ →AH₂ + O₂î
                     ক্লোরোপ্লাস্ট
7. এনার্জি কারেন্সি কাকে বলে?
উঃ জীবদেহে কেবলমাত্র ATPঅণুর মধ্যে শক্তি সংগৃহীত হতে পারে এবং বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য শক্তি ATP অণু থেকে সরবরাহ হয়, তাই ATP অণুকে এনার্জি কারেন্সি বলে।
8. কেলভিন চক্র কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় রাইবিউলােজ ডাই-ফসফেট কয়েকটি অন্তর্বর্তী যৌগের (PGA, PGALD) মাধ্যমে পুনরায় রাইবিউলােজ ডাই-ফসফেট যৌগ গঠন করে, তাকে বিজ্ঞানী কেলভিনের নামানুসারে কেলভিন চক্র বলে।
9. ব্ল্যাকমান বিক্রিয়া কাকে বলে?
উঃ বিজ্ঞানী ব্ল্যাকমান সালােকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন বলে সালােকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়াকে ব্ল্যাকমান বিক্রিয়া বলে।
10. সালােকসংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন?
উঃ সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই-অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। তাই সালােকসংশ্লেষকে জারণ-বিজারণ প্রক্রিয়া বলে।
11. সালােকসংশ্লেষকে উপচিতি বিপাক বলে কেন?
উঃ যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে। সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় কয়েকটি সরল যৌগ থেকে (H₂O, CO₂) অপেক্ষাকৃত জটিল যৌগ (C₆H₁₂O₆) সংশ্লেষিত হয়ে উদ্ভিদদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। সুতরাং সালােকসংশ্লেষ একপ্রকারের উপচিতি বিপাক।
12. ফোটোসিন্থেটিক কোসেন্ট বা সালােকসংশ্লেষীয় অনুপাত কাকে বলে?
উঃ সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত O₂ এবং গৃহীত CO₂-এর ঘনমানের অনুপাতকে P.Q. বা ফটোসিন্থেটিক কোসেন্ট বা সালােকসংশ্লেষীয় অনুপাত বলে, যথা :
P.Q = 6O₂/6CO₂= 1
13. রাত্রে গাছের নীচে থাকা অস্বাস্থ্যকর কেন?
উঃ রাত্রি বেলায় সূর্যালােকের অনুপস্থিতিতে গাছ সালােকসংশ্লেষ চালায় না। ফলে CO₂ গ্যাস শােষিত হয় না এবং O₂ নির্গত হয় না। অপরপক্ষে, রাত্রে গাছের শ্বসনক্রিয়ার হার বৃদ্ধি পাওয়ায় গাছের নীচে। CO₂-এর পরিমাণ বৃদ্ধি পেয়ে বায়ু দূষিত হয়। তাই রাত্রে গাছের নীচে থাকলে দূষিত বায়ু গ্রহণ করে শরীর অসুস্থ হয়ে পড়ে।
14. হিল বিকারকগুলি কি কি?
উঃ বিজ্ঞানী রােবিন হিল তার হিল বিক্রিয়া পরীক্ষার জন্য যে সকল জারণবস্তু ব্যবহার করেছিলেন তাদের হিল বিকারক বলে। যেমন : ফেরিক অক্সালেট, ফেরিক সায়ানাইড।
15. কমপেনসেশন পয়েন্ট বা ক্ষয়পুরণ বিন্দু কাকে বলে?
উঃ কমপেনসেশন পয়েন্ট বা ক্ষয়পুরণ বিন্দু পরিবেশের কার্বন ডাই-অক্সাইডের ঘনত্বের সেই সময়কে নির্দেশ করে যখন উদ্ভিদের CO₂ গ্রহণ (সালােকসংশ্লেষ কালে) এবং CO₂ বর্জনের (শ্বসনকালে) হার সমান হয়। প্রকৃতপক্ষে, উদ্ভিদ কর্তৃক ঐ সময় কোন CO₂ গৃহীত বা বর্জিত হয় না।
16. সূর্যালােকের কোন তরঙ্গে সালােকসংশ্লেষ হয়?
উঃ সূর্যালােকের 400 nm থেকে 700 nm তরঙ্গ দৈর্ঘ্যে সালােকসংশ্লেষ হয়।
17. সালােকসংশ্লেষে উৎপন্ন প্রথম কার্বন জাতীয় স্থায়ী যৌগ কোনটি?
উঃ ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)।
18. C₃ এবং C₄ উদ্ভিদ কাকে বলে?
উঃ কেলভিন চক্রের উদ্ভিদকে C₃ উদ্ভিদ বলে। কারণ এই চক্রের প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট; অপরপক্ষে হ্যাচ ও স্ন্যাক্ পথের উদ্ভিদকে C₄ উদ্ভিদ বলে। কারণ হ্যাচ ও স্ল্যাক পথে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ অক্সালাে অ্যাসেটিক অ্যাসিড হল 4 কার্বন বিশিষ্ট।
19.ক্লোরােসিস কি?
উঃ লৌহ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানীজ, নাইট্রোজেন ইত্যাদি খনিজের যে কোন একটির অভাবে ক্লোরােফিল সংশ্লেষিত হয় না এবং উদ্ভিদের সবুজ অংশ বিবর্ণ হয়ে যায় বা হলদে হয়ে যায়, উদ্ভিদের এরূপ অবস্থাকে ক্লোরােসিস বলে।
20. কোন উদ্ভিদে সবচেয়ে বেশী সালােকসংশ্লেষ হয়?
উঃ ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে।
21. কি কারণে মহাকাশযানে ক্লোরেল্লা উদ্ভিদ রাখা হয়?
উঃ ক্লোরেল্লা উদ্ভিদ সালােকসংশ্লেষ কালে অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে এবং CO2 শােষণ করে। ফলে মহাকাশযানে একদিকে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা এবং বায়ুদূষণ রােধ করার জন্য মহাকাশযানে ক্লোরেল্লা রাখা হয়।
22. সৌরশক্তি কি?
উঃ সূর্যের উত্তপ্ত কেন্দ্রে হাইড্রোজেন পরমাণুর হিলিয়াম পরমাণুতে রূপান্তরকালে যে প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় তাকেই সৌরশক্তি বলে।
23. ফোটন বা কোয়ান্টাম কি?
উঃ সূর্যালােকের যে অদৃশ্য ও তেজোময় কণা শক্তির আধার, যা সূর্যের উত্তপ্ত কেন্দ্রের হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণুর রূপান্তরের সময় সৃষ্টি হয়, তাকে ফোটন কণা বলে। ফোটন আবদ্ধ শক্তিকে কোয়ান্টাম বলে।
24. একটি সবুজ উদ্ভিদকোষ থেকে সব ক্লোরােপ্লাস্টগুলি অপসারণ করলে কোষটির কোন জৈবিক ক্রিয়া ব্যহত হবে?
উঃ কোষটিতে সালােকসংশ্লেষ প্রক্রিয়া ঘটবে না।
25. সবুজ ঘাসের উপর কয়েকদিন ধরে একটি ইট চাপা দিয়ে রাখলে কি ঘটনা ঘটবে?
উঃ ঘাসগুলি বর্ণহীন বা হলদে হয়ে যাবে। ক্লোরােপ্লাস্টগুলি আলাের অভাবে লিউকোপ্লাস্টে পরিণত হবে।
26. একটি টবসহ সতেজ ও সবুজ চারাগাছকে 48 ঘন্টা অন্ধকার ঘরে রেখে দিলে কি ঘটবে?
উঃ গাছটির পাতাগুলি শ্বেতসার মুক্ত হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url