অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য ও তুলনামূলক আলোচনা
অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য লেখাে।
উত্তরঃ
অক্ষরেখা বা সমাক্ষরেখা:
বিষুবরেখার মতাে উত্তরে ও দক্ষিণে 1 ডিগ্রি (1°) ব্যবধানে 89টি বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে। এরাও ভূমণ্ডলকে বিষুবরেখার মতাে পূর্ব- পশ্চিমে বেষ্টন করেছে। এদের বলা হয় অক্ষরেখা বা সমাক্ষরেখা। এরা প্রত্যেকেই এক-একটি পূর্ণ বৃত্ত। এই রেখাগুলি বিষুবরেখার সঙ্গে সমান্তরাল।
অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হল-
(ক) অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে আছে।
(খ) একই অক্ষরেখায় অবস্থান করা কোনাে স্থান নিরক্ষরেখা থেকে দূরত্ব সব সময় একই হয়।
(গ) অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে বড় হওয়ায় নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে।
(ঘ) অক্ষরেখাগুলির সর্বত্র সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত একই সময়ে হয় না।
(ঙ) একই অক্ষরেখায় অবস্থান করা দেশগুলির দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি, জলবায়ু একই রকমের হয়।
দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হল-
(ক) দ্রাঘিমারেখাগুলি পরস্পর অর্ধবৃত্ত ও অসমান্তরাল।
(খ) দ্রাঘিমারেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত।
(গ) মূলমধ্যরেখা থেকে পূর্ব-পশ্চিমে দ্রাঘিমারেখার মান ক্রমশ বাড়তে থাকে।
(ঘ) একই দ্রাঘিমারেখায় অবস্থিত নানা স্থানে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত একই সময়ে হয়। অর্থাৎ স্থানীয় সময় এক হয়।
(ঙ) সব দ্রাঘিমারেখার পরিধি একই।
অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে তুলনামূলক আলােচনা করাে।
উত্তরঃ (i) অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্ত এবং পরস্পর সমান্তরাল। কিন্তু সকল অক্ষরেখার পরিধি সমান নয়। নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বড়াে। একে মহাবৃত্ত বলে। নিরক্ষরেখা হতে অক্ষরেখাগুলির পরিধি উত্তরে বা দক্ষিণে কমতে কমতে মেরুদ্বয়ে একেবারে বিন্দুতে পরিণত হয়।
দ্রাঘিমা রেখাগুলির পরিধি সর্বত্র সমান। এদের প্রত্যেকটি অর্ধবৃত্ত, কিন্তু এরা সমান্তরাল নয়।
(ii) অক্ষাংশ নিরক্ষরেখা হতে গণনা করা হয় এবং দ্রাঘিমা মূলমধ্যরেখা হতে গণনা করা হয়।
(iii) সর্বোচ্চ অক্ষাংশ ৯০° (ডিগ্রি) কিন্তু সর্বোচ্চ দ্রাঘিমা ১৮০° (ডিগ্রি)।
(iv) একই মধ্যরেখায় অবস্থিত স্থানগুলি একে অন্যের উত্তরে বা দক্ষিণে,
কিন্তু একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলির একে অন্যের পূর্বে বা পশ্চিমে।
(v) অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করেছে। সেইজন্য একই সমাক্ষরেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন বা সূর্যাস্ত হয় না ; আগে বা পরে হয়।
কিন্তু একই দ্রাঘিমারেখায় অবস্থিত নানা স্থানে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত একই সময়ে হয়।
কোন রেখা ভূগোেলককে পূর্ব ও পশ্চিম দুই সমান অংশে ভাগ করে ? এদের নাম কী ? মূলমধ্যরেখা কাকে বলে? পূর্ব দ্রাঘিমারেখা ও পশ্চিম দ্রাঘিমারেখা কাকে বলে ?
উত্তরঃ মূলমধ্যরেখা ভূগােলককে দুটি সমান অংশে ভাগ করে। পূর্ব অংশের নাম পূর্ব গােলার্ধ এবং পশ্চিম অংশের নাম পশ্চিম গােলার্ধ।
যে রেখাটি লন্ডনের উপকণ্ঠে গ্রিনিচ শহরের উপর দিয়ে গিয়েছে, তাকে নির্দিষ্ট রেখা ধরা হয়। একেই বলে মূলমধ্যরেখা।
পূর্ব গােলার্ধের দ্রাঘিমারেখাগুলিকে বলা হয় পূর্ব দ্রাঘিমারেখা এবং
পশ্চিম গােলার্ধের দ্রাঘিমারেখাগুলিকে বলা হয় পশ্চিম দ্রাঘিমারেখা।
🇧🇩🇧🇩❤️🔥