বায়ুর পার্শ্বচাপ আছে চিত্রসহ প্রমাণ করাে।
বায়ুর পার্শ্বচাপ আছে চিত্রসহ প্রমাণ করাে।
বায়ুর পার্শ্বচাপ আছে তার প্রমাণ
উত্তরঃ পরীক্ষা : (i) ছােটো মুখ যুক্ত একটি পাতলা টিনের পাত্র নিয়ে ওর মধ্যে কিছু জল নিয়ে পাত্রের মুখ ছিপি খােলা রেখে বুনসেন দীপের সাহয্যে জলকে ফোটানাে হল।
(ii) কিছুক্ষণ বেশ কিছুটা জলীয় বাষ্প বের হলে টিনের খােলা মুখ ছিপি দিয়ে বন্ধ করে বুনসেন দীপ সরিয়ে নেওয়া হল।
পর্যবেক্ষণঃ দেখা গেল টিনের পাতটি যতই ঠাণ্ডা হচ্ছে ততই চারপাশের দেওয়াল দুমড়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে।
ব্যাখ্যা ও সিদ্ধান্ত : জল যখন ফোটে তখন টিনের ভেতরকার বাতাস উৎপন্ন জলীয় বাষ্পের সঙ্গে টিনের বাইরে বেরিয়ে আসে এবং বাইরের বাতাস ভেতরে ঢুকতে পারে না।
এমত অবস্থায় টিনের মুখ বন্ধ করে টিনকে ঠাণ্ডা হতে দিলে ভেতরকার বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হয় ফলে টিনের ভেতরকার চাপ কমে যায় তখন বাইরের বাতাস বাইরের থেকে চাপ দিয়ে টিনের দেওয়ালগুলােকে দুমড়ে ভেতরের
দিকে ঢুকিয়ে দেয়।
এই পরীক্ষা দ্বারা প্রমাণ হয় বায়ুর পার্শ্বচাপ আছে।