টরিসেলির পরীক্ষা বর্ণনা করাে। টরিসেলির এই পরীক্ষা থেকে কী কী সিদ্ধান্ত করা যায় ?

টরিসেলির পরীক্ষা বর্ণনা করাে। টরিসেলির এই পরীক্ষা থেকে কী কী সিদ্ধান্ত করা যায় ?

টরিসেলির পরীক্ষাঃ 

প্রয়ােজনীয় দ্রব্য: সমব্যাস যুক্ত 1 মিটার লম্বা একমুখ খােলা কাচনল, বিশুদ্ধ পারদ, একটি মিটার স্কেল, বিশুদ্ধ পারদপূর্ণ একটি পাত্র।

পদ্ধতি : (i) সমব্যাস যুক্ত একমুখ খােলা এক মিটার লম্বা কাচনলটিকে শুষ্ক ও বিশুদ্ধ পারদ দিয়ে পূর্ণ করা হল। লক্ষ রাখতে হবে যেন নলের পারদের মধ্যে কোনাে বায়ুর বুদবুদ না থাকে। 
(ii) এবার নলটির খােলা মুখ বুড়াে আঙুল দিয়ে চেপে বন্ধ করে বন্ধ অবস্থায় নলটিকে উল্টিয়ে আঙুলসহ নলটির বন্ধ করা মুখটি পারদপূর্ণ পাত্রে পারদের মধ্যে ডুবিয়ে দেওয়া হল। আস্তে আস্তে আঙুলসহ হাত সরিয়ে নেওয়া হল। 
(iii) এবার স্ট্যান্ডের সাহায্যে নলটিকে খাড়া করে রাখা হল ।

পর্যবেক্ষণঃ দেখা গেল (i) কাচনলের মধ্য দিয়ে পারদ আস্তে আস্তে নীচে নামতে লাগল যখন নলের ভেতরের পারদের চাপ ও বাইরের পারদের চাপ সমান হল তখন পারদ স্থির হয়ে থাকল। নলের পারদস্তম্ভের উপরের শূন্যস্থান বায়ুশূন্য। একে টরিসেলির শূন্যস্থান বলে। এখানে পারদ বাষ্প থাকে। 
(ii) নলটি বাম বা ডানদিকে হেলিয়ে দেখা গেল পারদস্তম্ভের উচ্চতা একই থাকছে। 
(iii) পারদ পাত্রের পারদ তল থেকে নলের পারদস্তম্ভের উচ্চতা টরিসেলির পরীক্ষা প্রায় 76 সেমি।

ব্যাখ্যাঃ পারদ পাত্রের পারদের উপর বায়ুমণ্ডলের নিম্নমুখী চাপ পারদের মধ্য দিয়ে কাচনলের খােলা মুখের মধ্য দিয়ে নলের পারদের উপর উর্ধ্বমুখী চাপ প্রয়ােগ করছে। এই উর্ধ্বচাপ ও নলের পারদের নিম্নমুখী চাপের সমান হওয়া নলের পারদস্তম্ভ স্থির থাকছে। বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। এইজন্য কাচনল পারদস্তম্ভের উচ্চতা 76 সেমি।

টরিসেলির পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত করা যায় -
সিদ্ধান্ত : (i) টরিসেলির শূন্যস্থান একেবারে শূন্য নয়। এখানে পারদ-বাষ্প থাকে। 
(ii) পারদপূর্ণ কাচনলটি যে কোনাে দিকে হেলালে উপরের শূন্যস্থান কমবে কিন্তু পাত্রের পারদতল থেকে কাচনলের পারদস্তম্ভের উচ্চতা অপরিবর্তিত থাকবে।
(iii) বায়ুমণ্ডলের চাপ বাড়লে পারদস্তম্ভের উচ্চতা বাড়বে চাপ কমলে পারদস্তম্ভের উচ্চতা কমবে। 
(iv) কাচনলের প্রস্থচ্ছেদের উপর পারদস্তম্ভের উচ্চতা নির্ভর করে। 
(v) কাচনলের বদ্ধ প্রান্তে ফুটো করলে নলের পারদ পারদ পাত্রে নেমে যাবে।

কয়েকটি প্রশ্ন উত্তর

1. টরিসেলির পরীক্ষায় যে নলটি ব্যবহৃত হয়েছিল, তার দৈর্ঘ্য কত ছিল? 
উঃ- 100 cm বা 1 মিটার।
2. টরিসেলির সূত্র কি?
উঃ বায়ুমন্ডল চাপ প্রয়োগ করে এবং ওই চাপ পরিমাপ করা সম্ভব।
টরিসেলির পরীক্ষায় জানা যায়- পাত্রের পারদের মুক্ততল থেকে নলের মধ্যকার পারদের উপরিতলের উচ্চতা প্রায় 76 সেমি বা 30 ইঞ্চি।
3. টরিসেলির শূন্যস্থান কাকে বলে?
উঃ টরিসেলির পরীক্ষায় কাচনলের বদ্ধ প্রান্তে পারদের ওপর কোন বায়ু থাকে না এই শূন্যস্থানকে টরিসেলির শূন্যস্থান বলে। টরিসেলির শূন্যস্থান প্রকৃতপক্ষে শূন্য নয়। এখানের সামান্য পরিমাণ পারদ বাষ্প থাকে যা বায়ু তাপমাত্রায় সংপৃক্ত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url