পলাশীর লুণ্ঠন কাকে বলে?
পলাশীর লুণ্ঠন
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর মিরজাফর বাংলার মসনদে বসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ক্লাইভকে প্রভূত অর্থ ও নানা উপঢৌকন দিয়ে সন্তুষ্ট করতে বাধ্য হন। ফলে বাংলার রাজকোশ শূন্য হয়ে যায়। উপরন্তু কোম্পানি ও তাঁর কর্মচারীরা সম্ভাব্য সমস্ত উপায়ে বাংলার অর্থ সম্পদ শােষণ করতে থাকে। ঐতিহাসিকগণ একেই পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন। তারা এক পরিসংখ্যানে দেখিয়েছেন যে বাংলা থেকে ১,৭৩,৯৬,৭৬১ টাকা ইংল্যান্ডে চলে গিয়েছিল পলাশির যুদ্ধের ঠিক পরেই।