সাহারা মরুভূমির গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
সাহারা মরুভূমির গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
1. সাহারা কথার অর্থ কি?উঃ মরুভূমি।
2. সাহারায় কোন সম্প্রদায়ের লােক বেশি বসবাস করে ?
উত্তরঃ সাহারায় টিকু সম্প্রদায়ের লােক বেশি বসবাস করে।
3. আফ্রিকা মহাদেশের কোনদিকে সাহারা মরুভূমি অবস্থিত ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের উত্তরদিকে সাহারা মরুভূমি অবস্থিত।
4. মরুভূমিতে গ্রীষ্মকালে দিনের বেলায় যে বালির ঝড় দেখা যায় তাকে কি বলে?
উঃ সাইমুম
5. সাহারার অন্তর্বাহিনী নদীর নাম কি?
উঃ শারি।
6. হায়দা কি?
উঃ হায়দা হলো প্রস্তরময় মরুভূমি।
7. পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কি?
উঃ লিবিয়ার আলজিজিয়া।
8. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী ?
উত্তরঃ পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি।
9. সাহারা মরুভূমির আয়তন কত ?
উত্তরঃ সাহারা মরুভূমির আয়তন প্রায় ৬৩ লক্ষ বর্গকিমি।
10. সাইমুম কাকে বলে ?
উত্তরঃ মরুভূমিতে বালির ঝড়কে সাইমুম বলে।
11. মরুভূমির জাহাজ কাকে বলে ?
উত্তরঃ উটকে মরুভূমির জাহাজ বলে।
12. বেদুইন কাদের বলে ?
উত্তরঃ যারা পশুর খাদ্যের অন্বেষণে পশুকে নিয়ে এক জায়গায় যায়, সেখানে কিছু দিন থাকে। আবার অন্য জায়গায় যায় তাদের বেদুইন বলে।
13. যাযাবরদের স্বভাব কেমন প্রকৃতির ?
উত্তরঃ যাযাবরেরা খুব পরিশ্রমী, সাহসী আবার খুব নিষ্ঠুর।
14. সাহারার একটি শহরের নাম করাে।
উত্তরঃ সাহারার একটি শহরের নাম ফেজনি।
15. হামাদা কাকে বলে ?
উত্তরঃ লিবিয়ার উঁচু-নীচু প্রস্তরযুক্ত মরু অঞ্চলকে হামাদা বলে।
16. আর্গ কাকে বলে ?
উত্তরঃ চলমান বালিয়াড়িকে আর্গ বলে।
17. এর্গ কাকে বলে ?
উত্তরঃ সাহারা মরুভূমির বিস্তীর্ণ বালিময় মরুভূমিকে এর্গ বলে।
18. সাহারা মরুভূমির একটি মরুদ্যানের নাম লেখাে।
উত্তরঃ সাহারা মরুভূমির একটি মরুদ্যানের নাম কুফারা।
19. সাহারার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তরঃ সাহারার সর্বোচ্চ শৃঙ্গের নাম টিবেস্টি পর্বতের মাউন্ট টুসিদি।
20. খামসিন কাকে বলে ?
উত্তরঃ সাহারা মরুভূমিতে গ্রীষ্মকালে উষ্ণু বায়ু প্রবাহিত হয়। একে স্থানীয় বায়ু বলে। এই বায়ুর নাম খামসিন।
সাহারা মরুভূমি সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
1. সাহারা মরুভূমি অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ এবং জীবজন্তু সম্পর্কে লেখাে।
উত্তরঃ সাহারা মরুদ্যানগুলিতে খেজুর গাছ জন্মে। এছাড়া ক্যাকটাস বা ফণিমনসা, বাবলা, কাঁটাজাতীয় ঝােপ-ঝাড় ও বড়াে বড়াে ঘাস জন্মায়। এখানকার উটই হল উল্লেখযােগ্য প্রাণী সম্পদ। এছাড়া ঘােড়া, ছাগল, ভেড়া প্রভৃতি জীবজন্তু দেখা যায়। উট মরু অঞ্চলে পরিবহনের অন্যতম মাধ্যম। তাই উটকে মরুভূমির জাহাজ বলে।
2. সাহারা মরুভূমিতে কী কী ফসল চাষাবাদ হয় ?
উত্তরঃ বৃষ্টিপাতের অভাবে এবং নদনদী বিশেষ না থাকায় কৃষির বিশেষ প্রকাশ পায়নি। তবে কূপ খনন করে কৃষিতে জলসেচের ব্যাবস্থা করে কিছু কিছু চাষ-আবাদ করা হয়। মরূদ্যানেও চাষ-আবাদ হয়। ধান, তরমুজ, যব, ভুট্টা, আখ, পেঁয়াজ, আখরােট এবং ফিক জাতীয় ফলের চাষ হয়। রেগানি, বােরকু প্রভৃতি উল্লেখযােগ্য মরূদ্যান।
3. সাহারা মরুভূমির অবস্থান, সীমা ও আয়তন বলাে।
উত্তরঃ সাহারা মরুভূমি ১০° উত্তর থেকে ৩৫° উত্তর অক্ষরেখা এবং ২৫° পূর্ব থেকে ৩৭° পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত।
সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের উত্তর ভাগে অবস্থিত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে লােহিত সাগর, উত্তরে আটলাস পর্বত ও ভূমধ্যসাগর এবং দক্ষিণে নাইজার উপত্যকা অবস্থিত। আয়তনে প্রায় ৬৩ লক্ষ বর্গকিলােমিটার, পূর্ব-পশ্চিমে প্রায় ৫০০০ কিলােমিটার এবং উত্তর-দক্ষিণে প্রায় ২০০০ কিলােমিটার। সংযুক্ত আরব সাধারণতন্ত্র, লিবিয়া, চাদ, সুদান, নাইজার, আলজিরিয়া, মালি, মাউরিটানিয়া, মরক্কো প্রভৃতি রাষ্ট্রের অধিকাংশ স্থান জুড়ে মরু অঞ্চল অবস্থিত।
4. উটকে মরুভূমির জাহাজ কেন বলে ?
উত্তরঃ মরুভূমিতে পরিবহনের অন্যতম মাধ্যম হল উট। উট অনেকদিন খাদ্য ও জল ছাড়াই বাঁচতে পারে। আবার মরুঝড়ের পূর্ব অভাস দিতে পারে। তপ্ত বালির ঝড় সহ্য করতে পারে। তাই উটকে মরুভূমির জাহাজ বলে।
5. মরূদ্যান কাকে বলে ?
উত্তরঃ মরু অঞ্চলে বায়ুর অপসারণের প্রক্রিয়ায় বালুকারাশি অপসৃত হয়ে যখ ভৌমজলের স্তরকে উন্মােচিত করে দেয় তখন ওই স্থানে জলাশয়, গাছপালা, হ্রদের সৃষ্টি হয়ে যে অঞ্চলের সৃষ্টি হয়, তাকে মরূদ্যান বলে। মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে মরূদ্যানের গুরুত্ব অপরিসীম।
6. সাহারার নদনদীর বিবরণ দাও।
উত্তরঃ সাহারা মরুভূমি অঞ্চলের অধিকাংশই নদী আটলাস পর্বত ও মধ্যভাগের উঁচু ভূমি থেকে উৎপত্তি হয়েছে। জলের অভাবে নদীগুলি অত্যন্ত সরু আকারের এবং বৃষ্টির অভাবে অধিকাংশ নদী শুকিয়ে গেছে। ওয়াদ্ৰা এই অঞ্চলের উল্লেখযােগ্য নদী। স্থানীয় ভাষায় এখানকার নদীগুলােকে ওয়াদি বলে।
7. সাহারা মরুভূমি সৃষ্টির কারণ কী ?
উত্তরঃ সাহারা উত্তর-পূর্ব আয়ন বায়ুর অন্তর্গত। ভারত মহাসাগর থেকে আসা উত্তর-পূর্ব আয়ন বায়ু পূর্ব উপকূলের পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয় ফলে সাহারায় প্রবেশ করতে পারে না। এই কারণে সাহারায় বৃষ্টি হয় না। আবার পশ্চিমা বায়ু আটলাসে বাধাপ্রাপ্ত হয় ফলে বৃষ্টি হয় না। এসব কারণে এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে।
8. সাহারা অঞ্চলের খনিজ সম্পদের বিবরণ দাও।
উত্তর। বর্তমানে খনিজ তেলখনি আবিষ্কারের পর সাহারা আর্থিক দিক থেকে অনেক উন্নতি করেছে। তৈল উৎপাদনে সাহারা পৃথিবীতে অষ্টম স্থান অধিকার করেছে। এলগামি, এডজালি, চিবর, আলজেরিয়া ও লিবিয়া প্রভৃতি জায়গায় তৈল কূপগুলি রয়েছে। খনিজ তেল ছাড়া কয়লা, খনিজ লবণ, লৌহ-আকরিক, ম্যাঙ্গানিজ, জিপসাম প্রভৃতি খনিজ পদার্থ এখানে পাওয়া যায়।
আরো দেখুন- 1. সাহারা মরুভূমির ও প্রকৃতি আলোচনা করো।